শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

শান্তর এক টেস্টে দুই সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ১৪৬ রানের দূরন্ত ইনিংস খেলার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল তিনি ১২৪ রানের ইনিংস খেলেন ১৫১ বলে। এই ইনিংসে ছিল ১৫টি চারের মার। এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করে দারুণ এক মাইলফলক পাড়ি দিয়েছেন তিনি। মিরপুরে এক টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন শান্ত। দুই ইনিংস মিলিয়ে তিনি রান করেছেন ২৭০। আগের রেকর্ডটি ছিল আজহার আলির। ২০১৫ সালে তিনি দুই ইনিংস মিলিয়ে করছিলেন ২৫১। প্রথম ইনিংসে তার ২২৬ রান এখনও এই মাঠের ব্যক্তিগত সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২৫ রান। মিরপুরের মাঠে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি এর আগে আরও দুজন করেছেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরেন পাওয়েল করেন ১১৭ ও ১১০ রান। ২০১৮ সালে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর করেন ১১০ ও ১০৬* রান। অল্প একটুর জন্য আরও একটি রেকর্ড গড়া হয়নি শান্তর। এক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি করেছিলেন ২৮১ রান (১৭৬ ও ১০৫)। শান্ত করলেন ২৭০ রান।

সর্বশেষ খবর