সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

রেকর্ড জয়ে রোমাঞ্চিত হাতুরা

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড জয়ে রোমাঞ্চিত হাতুরা

রেকর্ড ব্যবধানে জয়। ইতিহাস গড়া জয়। শতাব্দীর সেরা জয়। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ৫৪৬ রানের অবিশ্বাস্য জয়কে নানান বিশেষণে বিশেষায়িত করেছে। সোয়া ৩ দিনে টেস্ট জিতে লিটন, ইবাদত, তাসকিনরা সবাই বিশ্রামে। যারা ওয়ানডে স্কোয়াডে রয়েছেন, গতকাল সবাই অনুশীলন করেছেন। অনুশীলন করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। অনুশীলনে উপস্থিত ছিলেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। শতাব্দীর সেরা জয়ের অন্যতম রূপকার হাতুরাসিংহে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের। তার কোচিংয়ে নিজেদের মেলে ধরে সাফল্য তুলে আনছেন টাইগাররা। অবিশ্বাস্য জয়ের পর গতকাল মিডিয়ার মুখোমুখি হন হাতুরাসিংহে। স্বপ্নের জয়ের রোমাঞ্চ গোটা দলে মিশে আছে। এমন রেকর্ড গড়া জয়ে রোমাঞ্চিত কোচও। মিডিয়ার মুখোমুখিতে উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারেননি হাতুরাসিংহে, ‘আমি জানি না, আপনারা দেখেছেন কি না। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি, এটা শুধু একটা টেস্ট জয় নয়, তার চেয়েও বিশেষ কিছু। আমি বোঝাতে চেয়েছি, আমরা যেভাবে এ ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি, সেটা এর আগে কখনো হয়নি। আমরা ফাস্ট ও সবুজ  উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার।’

পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় টেস্ট খেলতে পারেননি তামিম। সুস্থ হয়ে ফিরেছেন ওয়ানডে সিরিজে। তিনিই নেতৃত্ব দেবেন সিরিজে। আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব। গতকাল দুজনেই ব্যাটিং করেছেন অনুশীলনে।  মিরপুরে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৮২ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেনের সাঁড়াশি আক্রমণে ১৪৬ ও ১১৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। সফরকারীদের হারাতে মিরপুরে তৈরি করেছিল সবুজ ঘাসের উইকেট। এ জন্য ধন্যবাদ জানিয়েছেন কিউরেটর গামিনি ডি সিলভাকে, ‘আমরা এখানে সাধারণত ভিন্ন ধাঁচের ক্রিকেট খেলি। গামিনি কিউরেটরকেও কৃতিত্ব দিতে হবে এ ধরনের উইকেট তৈরির জন্য। সেদিক থেকে এটা একটা টেস্ট জয়ের চেয়েও বেশি কিছু।’ এ টেস্টে তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ হাতুরাসিংহে, ‘নতুন নায়ক বেরিয়ে এসেছে এ টেস্ট ম্যাচ থেকে। নাজমুল শান্তকে কৃতিত্ব দিতে হবে দুই ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ের জন্য। বিশেষ করে প্রথম দিনের প্রথম দুই ঘণ্টা সে আর জয় যেভাবে খেলেছে, সেটা ড্রেসিংরুমের সবার স্নায়ু ঠান্ডা করেছে।’ শান্ত প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন।

সর্বশেষ খবর