শিরোনাম
সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

ইতিহাস গড়ার আনন্দে ভাসছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ার আনন্দে ভাসছেন লিটন

শিডিউল অনুযায়ী গতকাল ছিল টেস্টের পঞ্চম দিন। মাঠে খেলা থাকার কথা ছিল। কিন্তু লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ সোয়া ৩ দিনে আফগানিস্তানকে বিধ্বস্ত করে তুলে নেয় ইতিহাস সেরা জয়। ৫৪৬ রানের আকাশসমান ব্যবধানের জয়টি আবার চলতি শতাব্দীর সেরা জয়। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে রানের হিসাবে এরচেয়ে বড় ব্যবধানে জয় রয়েছে মাত্র দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৬৭৫ রানের জয় এবং অপরটি ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫৬২ রানের। সব মিলিয়ে ৫ শতাধিক রানের ব্যবধানে জয় এতদিন ছিল তিনটি। চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। এটি এমন এক রেকর্ড, যে তালিকায় নেই ভারত, পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তি। টেস্ট ইতিহাসের অন্যতম সেরা জয়টি বাংলাদেশ পেয়েছে লিটন দাসের নেতৃত্বের অভিষেকে। রঙিন পোশাক ও সাদা বলে এর আগে দেশকে নেতৃত্ব দিয়েছেন। হার-জিতের স্বাদ রয়েছে ড্যাসিং ক্রিকেটারের। কিন্তু এবারই প্রথম সাদা পোশাক ও লাল বলে নেতৃত্ব দিলেন দেশকে। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই দেশকে স্বপ্নের এক জয় উপহার দিয়েছেন। রেকর্ড জয়ের পর উৎসবে ভাসতে থাকা লিটন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রেশই যেন কাটছে না।’ এতেই স্পষ্ট, কতটা আনন্দে ভাসছেন বাংলাদেশের ১২ নম্বর টেস্ট অধিনায়ক।                

২০০০ সালে নভেম্বরে টেস্ট অভিষেক বাংলাদেশের। এরপর আরও ১৩৭ টেস্ট খেলেছে। জিতেছে ১৮টি। যাতে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। লিটনের আগে দেশকে নেতৃত্ব দিয়েছেন আরও ১১ অধিনায়ক। ওদের মধ্যে নেতৃত্বের অভিষেকে জয় পেয়েছেন শুধু মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অধিনায়ক ছিলেন মাশরাফি। প্রথম টেস্টে অ্যাংকেলে আঘাত পেয়ে সিরিজ শেষ হয়ে যায় মাশরাফির। যদিও টেস্টটি জিতেছিল টাইগাররা ৯৫ রানে। মাশরাফির অনুপস্থিতিতে টেস্টটিতে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। পরের টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক জয় এবং টেস্টটি টাইগাররা জিতেছিল ৪ উইকেটে। তৃতীয় টাইগার অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন লিটন। লিটন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তার নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিলেও হেরেছিলেন লিটন।

সর্বশেষ খবর