বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা টয়লেট্রিজ সাফ ফুটবলের টাইটেল স্পন্সর

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা টয়লেট্রিজ সাফ ফুটবলের টাইটেল স্পন্সর

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়ন্সশিপের পর্দা উঠেছে গতকাল। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আকর্ষণীয় এ ফুটবল আসরের টাইটেল স্পন্সর করেছে বাংলাদেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড। টুর্ণামেন্টের নামকরণ করা হয়েছে সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ২০২৩। বাংলাদেশে এ টুর্নামেন্টের সম্প্রচার কিনে নিয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। স্যাটেলাইট টি-স্পোর্টসের পাশাপাশি টি-স্পোর্টস অ্যাপে সরাসরি দেখা যাবে বসুন্ধরা টয়লেট্রিজ সাফ চ্যাম্পিয়নশিপ। দেশের গন্ডি  পেরিয়ে দেশের বাইরেও ফিফা স্বীকৃত আন্তর্জাতিক টুর্নামেন্টে নতুন দিগন্ত উন্মোচিত করল লাল-সবুজ মানচিত্রে খেলাধুলার অন্যতম পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। ঘরোয়া ফুটবলে প্রতিটি আসর স্পন্সর করছে এ বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার সাফ ফুটবলেও এগিয়ে এলো বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ  জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান জানান, ‘সাফ চ্যাম্পিয়ন স্পন্সর শুধু বসুন্ধরা গ্রুপ নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। আন্তর্জাতিক যে কোনো টুর্নামেন্ট মানেই বিদেশি কোম্পানির পৃষ্ঠপোষকতা। এবারই দেশের বাইরে প্রথমবারের মতো পৃষ্ঠপোষক হিসেবে দেখা যাবে বাংলাদেশের কোনো কোম্পানিকে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের খেলোয়াররা এতে ভালো খেলার অনুপ্রেরণা পাবে।’ ফুটবল বাঙালির রক্তে মিশে গেছে। এ খেলার জনপ্রিয়তা ও মান বাড়াতে বসুন্ধরা গ্রুপ চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। নানা পরিকল্পনা করছে। ঘরোয়া আসরে আকর্ষণ বাড়াতে বসুন্ধরা গ্রুপ ‘বসুন্ধরা কিংস’ দল গড়েছে। পেশাদার লিগে অভিষেক আসর থেকে একের পর এক ইতিহাস গড়ে বসুন্ধরা কিংসই। একমাত্র দল যারা লিগে টানা চারবার চ্যাম্পিয়ন্স হয়েছে। পাঁচ বছরে ফুটবলে আট শিরোপা যা দেশের অন্য কোনো দলের পক্ষে সম্ভব হয়নি।

 

সর্বশেষ খবর