শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল

ক্রীড়া প্রতিবেদক

এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল

পিঠের পুরনো ব্যথায় টেস্ট খেলেননি তামিম ইকবাল। সুস্থ হয়ে ওয়ানডে সিরিজ খেলতে ফিরেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। অনুশীলনও করছেন। গতকাল অনুশীলনে পিঠের ব্যথা ফের মাথাচাড়া দিয়ে উঠলে মাঠের বাইরে চলে আসেন। অনুশীলনে থ্রো ডাউনের সময় একটি বল হাতে আঘাত হানে লিটন দাসের। ব্যথায় আর অনুশীলন করেননি। বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ নিচু হয়ে আসা বলে পায়ে আঘাত পান। যদিও তিনজনের আঘাত গুরুতর নয়। স্কোয়াডে না থাকার পরও কোচ চন্ডিকা হাতুরাসিংহে ডেকেছেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। তিনজনকে যাচাই-বাছাই করার জন্যই ডেকেছেন কোচ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের বিপক্ষে সাদা বল ও রঙিন পোশাকে খেলার প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। ঈদের পর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম বাহিনী ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সিলেটে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সাকিব বাহিনী। দুটি সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রাক অনুশীলন শুরু হয়েছে। শনিবার অনুশীলন শেষ করে ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। গতকাল অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখি হন ছন্দে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলটিকে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ বলেছেন অফস্পিন অলরাউন্ডার মিরাজ, ‘দেখুন অনেক কিছু পরিবর্তন করতে হবে সে রকম না। সবাই সবার ভূমিকাটা জানে। ছোট ছোট জায়গায় শুধু উন্নতি করতে হবে। এটা নিয়ে কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন। দলের ভিতর বেশ অভিজ্ঞ, অনেক বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয়, এটাই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল।’

মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি টাইগাররা। ৫৪৬ রানের রেকর্ড গড়া জয় পেয়েছেন লিটনরা। টেস্ট ইতিহাসের তৃতীয় সেরা জয়ের আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবেন তামিম, সাকিবরা। হেসে-খেলে টেস্ট জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠেছে গত দুই দিনের অনুশীলনে। রঙিন পোশাকে ২০ ওভারের ম্যাচে আফগানরা অপেক্ষাকৃত ফেবারিট। তবে ওয়ানডে সিরিজে এগিয়ে তামিম বাহিনী। ১১ বার মুখোমুখিতে ৭টিতে জিতেছে বাংলাদেশ। গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে ৩ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এর আগেও ২০১৬ সালে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এবার তৃতীয়বারের মতো সিরিজ খেলবে। টেস্টে বেসামাল আফগানিস্তান ওয়ানডে ও টি-২০ সিরিজে রশিদ খান, মুজিব উর রহমানদের নিয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে আসছে। তারপরও আফগানদের বিপক্ষে নিজেদের ফেবারিট বলছেন মিরাজ, ‘এর আগেও আমরা রশিদ খান, মুজিবদের নিয়ে গড়া আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। জিতেছিও। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।’

সর্বশেষ খবর