মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

আনন্দের মধ্যেও ভাবনায় ভুটান

আনন্দের মধ্যেও ভাবনায় ভুটান

দলটা হাসছে প্রাণ খুলে। অনুশীলন করছে আনন্দ নিয়ে। উৎসাহভরে। তাদের শরীরী ভাষায় প্রকাশ পাচ্ছে দৃঢ়তা। নির্ভীক সৈনিকের মতোই একেকজন কঠিন কাজগুলো করে যাচ্ছেন অবলীলায়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যে এক ভিন্ন রকমের উৎসাহ-উদ্দীপনা বিরাজমান। একটা জয় কতকিছুই না বদলে দেয়! লেবানন ম্যাচের (২-০ গোলে হার) পর জামাল-তপুরা অনুশীলনে এসেছিলেন চিন্তামগ্ন হয়ে। চোখের দৃষ্টি ছিল নিচু। গতকাল বেঙ্গালুরুর এইচএএল স্পোর্টস ক্লাবের মাঠে দলটা এলো পুরো ভিন্ন রূপে। প্রাণখোলা হাসিতে রঙিন মুখ। বসুন্ধরা টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর দলটা। তবে আনন্দ-উৎসবের মধ্যেও হাভিয়ের কাবরেরার শিষ্যদের মধ্যে আছে ভুটান ম্যাচের ভাবনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিতে ‘মিশন সেমিফাইনাল’ সফল করতে চায় বাংলাদেশ। তারপর? পরের লক্ষ্যটা পরেই ঠিক হবে।

কোচ হাভিয়ের কাবরেরা বরাবরই ‘গেম প্ল্যানে’র কথা বলেন। একচুল নড়তে চান না নিজের পরিকল্পনা থেকে। সেসব প্ল্যানও এক-দুই দিনের নয়। বেশ আগে থেকেই হয়েছে। গতকাল ২০০৩ সালে সাফজয়ী অধিনায়ক এবং বর্তমানে সহকারী কোচ হাসান আল মামুন যেমনটা বললেন। ‘আমাদের সবকিছুই আগে থেকে প্ল্যান করা। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে আমাদের জিততে হবে, এ পরিকল্পনা আমরা অনেক আগেই তৈরি করেছি। ছেলেরা সে অনুযায়ীই খেলছে।’ মিডফিল্ডার ইব্রাহিমও তাই বললেন। তিনি বলেন, ‘ভিডিও বিশ্লেষণ সেশনে কোচ আমাদের সব দেখিয়ে দেন। এই পরিকল্পনার ফলই কিন্তু আমরা পাচ্ছি।’ সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার সময় থেকেই চলছে সাফ নিয়ে পরিকল্পনা। কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ। তারপর সাফের লড়াই। সবখানেই আছে কাবরেরার পূর্ব পরিকল্পনার ফল। লেবানন ম্যাচেও ঠিকঠাকই চলছিল। শেষদিকের ভুল না হলে অন্তত একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। অতীত, অতীতই। সেসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। এখন সবার মাথায় কেবল ভুটান ম্যাচ।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়ে বেশ উজ্জীবীত দল। সবার মধ্যেই আছে আরও ভালো করার তাড়না। হাসান আল মামুন বললেন, ‘২০ বছর আগে ফাইনালের আগে নিয়মিত অধিনায়ক রজনী আমাকে আর্মব্যান্ডটা দিতে দিতে বলেছিলেন, এখন তোমার দায়িত্ব। আমরা অনেক বেশি আবেগি হয়ে পড়েছিলাম। কোচ কোনো বক্তব্য দেননি আমাদের তখন। কেবল বলেছিলেন, জাতীয় সংগীত গেয়ে খেলতে নামো। আমরা তাই করেছিলাম।’ বর্তমান দলের মধ্যেও ২০ বছর আগের মতো উদ্দীপনা দেখতে পাচ্ছেন মামুন। তিনি বলেন, ‘এ দলটার মধ্যে ভালো কিছু করার প্রত্যয় আছে। আমাদের মতোই ওরাও উজ্জীবিত।’

সর্বশেষ খবর