মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

অনিশ্চিত তারিক কাজী

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

অনিশ্চিত তারিক কাজী

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৩-১ গোলের দারুণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারিক কাজী। একটি গোল করেন ম্যাচের ৬৭ মিনিটে। তবে ৮২ মিনিটেই আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই চিকিৎসা দেওয়া তাকে। এরপর নেওয়া হয় হাসপাতালে। শঙ্কার কালো মেঘ নেমে আসে বাংলাদেশ শিবিরে। তবে আশায় ছিলেন অনেকে, হয়তো গুরুতর কিছু নয়। ভুটান ম্যাচের আগেই ঠিক হয়ে যাবেন তারিক। খেলতে পারবেন আগের মতোই। কিন্তু গতকাল দুঃসংবাদ পাওয়া গেল। তারিক কাজীকে ভুটান ম্যাচে পাওয়ার আশা নেই বললেই চলে। এক্সরে করা হয়েছে তার গোড়ালির। পরীক্ষায় লিগামেন্টে সমস্যা দেখা দিয়েছে। এখনো এমআরআই করা হয়নি। এ পরীক্ষার পরই বিস্তারিত বলা যাবে। আপাতত, ভুটান ম্যাচে তারিক কাজীকে খেলানোর সিদ্ধান্ত নেই। দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘তারিক কাজী নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলতে চায়। কিন্তু তাকে অন্তত সামনের ম্যাচে আমরা খেলাতে চাই না।’ ভুটান ম্যাচে তারিককে না পেলে বেশ কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে কোচ কাবরেরাকে। তার মতো ফিটনেস এবং কৌশলী ডিফেন্ডারের পরিবর্তে কাকে মাঠে নামাবেন কোচ? দলে মেহেদি আছেন। আলমগীরও আছেন। কিন্তু তারিকের স্থান পূরণ করা সত্যিই কঠিন। অবশ্য সব ধরনের পরিস্থিতির জন্যই দলকে তৈরি করেছেন কোচ। ভুটান ম্যাচের জন্যও পরিকল্পনা তৈরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর