বুধবার, ২৮ জুন, ২০২৩ ০০:০০ টা

লড়াইয়ের জন্য প্রস্তুত

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

লড়াইয়ের জন্য প্রস্তুত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই ম্যাচের একটি জিতে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে আছে লাল-সবুজের জার্সিধারীরা। আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত।

ভুটান ম্যাচ নিয়ে বেশ নির্ভার বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলনের পর দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বললেন, ‘আমাদের সামনে দারুণ সুযোগ। ভুটানকে হারালেই সেমিফাইনাল খেলতে পারব। এটা আমাদের হাতে আছে। আমরা জিততে চাই।’ অতীতে বারবারই আশাভঙ্গ হয়েছে বাংলাদেশের। এবারেও এমন কিছু হবে না তো! কোচ কি এ বিষয়টা ভাবছেন! কাবরেরা বললেন, ‘আমরা অতীত নিয়ে ভাবি না। বর্তমান নিয়ে ভাবছি। আমার ছেলেরা খুবই মোটিভেটেড।’ দলের ডিফেন্ডার তারিক কাজী আজ খেলতে পারছেন না। গতকাল অনুশীলনেও আসেননি তিনি। এটা নিয়ে কোচ কী ভাবছেন? ‘আমার দলের সবাই প্রস্তুত লড়াই করার জন্য। দলের ২৩ জনই গুরুত্বপূর্ণ। সবাই পরিস্থিতি সামলাতে জানে।’ আনিসুর রহমান জিকোও এমনটাই বললেন। ‘তারিক নিঃসন্দেহে ভালো। তবে বিশ্বনাথের সঙ্গে আগেও খেলেছি। স্টপার হিসেবে বিশ্বনাথও ভালো। আশা করি আমরা ক্লিনশিট ধরে রাখতে পারব।’ অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ‘আমরা তারিক কাজীকে মিস করব। সে একজন সলিড ডিফেন্ডার। তবে আমাদের দলের অন্যরাও ভালো। তারাও পরিস্থিতি সামাল দিতে পারবে।’

আজ দিনের প্রথম ম্যাচে মালদ্বীপ জিতে গেলে জটিল সমীকরণ দেখা দিতে পারে। তবে তারা হেরে গেলে, বাংলাদেশ একটা পয়েন্ট পেলেই সেমিফাইনাল খেলবে। এটা কি বাংলাদেশ দলকে বাড়তি সুবিধা দিবে! কোচ বললেন, ‘আমরা নিজেদের খেলার ওপরই আস্থা রাখতে চাই। অন্যদের ম্যাচ নিয়ে ভাবতে চাই না।’ কোচ স্বীকার না করলেও পরে ম্যাচ খেলাটা বাংলাদেশের জন্য বেশ সুবিধাই এনে দিচ্ছে। জটিল সমীকরণের হিসাবটা মিলিয়েই মাঠে নামতে পারবে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর