রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে নেই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক 

বিশ্বকাপে নেই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের সুপার সিক্সে টানা ৩ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা হারে ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না। ২০২৩ সালে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ক্যারিবীয়রা এখন দর্শক হয়ে উপভোগ করবে। এই প্রথম দেশটি বিশ্বকাপ খেলবে না। গতকাল জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বিশ্বকাপ খেলার। ওয়েস্ট ইন্ডিজের ১৮২ রানের টার্গেট স্কটিশরা ছুঁয়ে ফেলে ৬.৩ ওভার হাতে রেখে। গ্রুপ পর্বের দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট না নিয়েই সুপার সিক্সে আসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারত বিশ্বকাপ খেলতে সুপার সিক্সেও তিন ম্যাচের সবগুলোই জিততেই হতো ক্যারিবীয়দের। পাশাপাশি অপেক্ষায় থাকতে হতো অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায়। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা জাগিয়ে রেখেছে স্কটল্যান্ড। বাছাই পর্বের ম্যাচটি স্কটিশরা ডার্ক ওয়ার্থ লুইস মেথডে ৫ রানে হেরেছিল। সেই হিসাবে বলা যায় ম্যাচ জিতে প্রতিশোধ নিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারবার মুখোমুখির পর এই প্রথম জিতেছে স্কটিশরা। দেশটির জয়ের নায়ক ম্যাকমুলান। বোলিংয়ে ৯ ওভারে ৩২ রানের খরচে ৩ উইকেট নেন ব্যাট হাতে খেলেন ৬৯ রানের ইনিংস।

সর্বশেষ খবর