রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জিকোর বীরত্বেও হলো না জয়

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দুরন্ত পারফর্ম করে নজর কেড়েছেন লাল-সবুজের জার্সিধারীরা। বিশেষ করে আনিসুর রহমান জিকো। ম্যাচজুড়ে বারবারই হতাশ করেছেন তিনি প্রতিপক্ষ ফরোয়ার্ডদের। কখনো ডানে কখনো বামে লাফিয়ে গোল বাঁচিয়েছেন। মাঝেমধ্যে ডিফেন্ডারের ভূমিকাও পালন করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ দিকে একটা গোল হজম করে পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তারপরও জিকোর বীরত্ব স্বীকার করতেই হবে।

বাংলাদেশের গোলমুখে ১৮ বার আক্রমণে গেছে কুয়েত। এর মধ্যে গোলমুখী শট নিয়েছে ১১ বার। যার মধ্যে আটটা শটই ছিল গোল হওয়ার মতো। একটা গোল হয়েছে। বাকি সাতটাই ফিরিয়ে দিয়েছেন জিকো। কখনো বল লুফে নিয়েছেন। কখনো ফিস্ট করে দূরে পাঠিয়েছেন। জিকোর পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকদেরও। ম্যাচের পর তাকে উদ্দেশ্য করে অনেকেই বলছিলেন, ওয়েলডান। কুয়েতের আল রশিদি বেশ কয়েকবার বাংলাদেশের গোলমুখে বিপজ্জনক শট নেন। প্রতিবারই তাকে হতাশ করেন জিকো। বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ কুয়েতের পর্তুগিজ কোচ রয় বেনতোও। তিনি বলেন, ‘দলটার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। তবে তাদের টিম স্পিরিট অসাধারণ। ভালো খেলার ইচ্ছা শক্তি অনেক।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর