রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শিষ্যদের প্রশংসায় কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

শিষ্যদের প্রশংসায় কাবরেরা

‘আমাদের ওপর কেউ আস্থা রাখেনি। কেউ ভাবেনি, এই দলটা কিছু করতে পারে। কিন্তু আমরা সেমিফাইনাল পর্যন্ত এসেছি।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। গতকাল সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে জামালরা হারলেও শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ কোচ। ‘এই দলটা দুর্দান্ত সাহসী। তারা সামনে প্রতিপক্ষ কে তার পরোয়া করে না। লড়াইয়ে নেমে যায় জয়ের লক্ষ্য নিয়ে।’ কাবরেরা শিষ্যদের এভাবেই মূল্যায়ন করলেন। কুয়েত এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শীর্ষ ফেবারিট দল। র‌্যাঙ্কিং, পারফরম্যান্স, টেকটিকস সবদিক দিয়েই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ১২০ মিনিটের লড়াইয়ে বাংলাদেশের নিজেদের ‘স্পিরিট অব ফুটবলে’র প্রমাণ দিয়েছে। দলগতভাবে দারুণ সংঘবদ্ধ হয়ে খেলেছে। এটাই ইতিবাচকভাবে দেখছেন কাবরেরা। তিনি বলেছেন, ‘আমরা এই টুর্নামেন্টে নিজেদের একটা লেভেল ঠিক করেছি। এর চেয়ে নিচে আর খেলতে পারি না আমরা। এখন আমাদের আরও ভালো করতে হবে। উন্নতি করতে হবে।’

সর্বশেষ খবর