রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পার্কিনসন্স রোগে ভুগছেন বোর্ডার

ক্রীড়া ডেস্ক

পার্কিনসন্স রোগে ভুগছেন বোর্ডার

পার্কিনসন্স রোগে ভুগছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বোর্ডার নিজেই স্বীকার করেছেন পার্কিনসন্স রোগে আক্রান্ত হওয়ার কথা।  বোর্ডার এই রোগে ভুগছেন ২০১৬ সাল থেকে। ৬৮ বছর বয়সী সাবেক অসি ক্রিকেটার এখন এ রোগের চিকিৎসা করছেন। এ রোগে আক্রান্ত রোগীর নার্ভাস সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে মৃত্যুর পথে এগিয়ে যায়। বোর্ডার নিজের অসুস্থতা সম্পর্কে বলেন, ‘২০১৬ সালে একজন নিউরো সার্জনের কাছে যাই। তখন আমাকে পরীক্ষা করে বলেছিলেন, ‘আমার বলতে খারাপ লাগলেও আপনার সত্যিটা জানা দরকার। আপনি পার্কিনসন্সে আক্রান্ত।’

সর্বশেষ খবর