শিরোনাম
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মার্টিনেজের সঙ্গে মাশরাফির ২০ মিনিট

ক্রীড়া প্রতিবেদক

মার্টিনেজের সঙ্গে মাশরাফির ২০ মিনিট

‘মার্টিনেজকে দেখে মনে হয়েছে একদমই সাদাসিধে একজন।’ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করার পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন কথাই বলেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষক মার্টিনেজ গতকাল ভোরে ঢাকায় আসেন। ১১ ঘণ্টা ঢাকায় থেকে চলে যান কলকাতা। এ সময় আর্জেন্টাইন গোলরক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে একটি জার্সি উপহার দেন। আর্জেন্টাইন গোলরক্ষক এসেছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারসের আমন্ত্রণে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে ২০ মিনিটের সাক্ষাৎপর্ব ছিল মাশরাফির। দেশের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি দেখা করেন তার ছেলে সাহেল ও মেয়ে হুমায়রাকে নিয়ে। টাইগারদের সাবেক অধিনায়ক আর্জেন্টিনার একজন ফ্যানাটিক সমর্থক। কাতার বিশ্বকাপের সময় তিনি গলা ফাটিয়ে সমর্থন করেছেন। গতকাল উত্তর বাড্ডায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে মাশরাফিকে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের তরুণ সমাজের আইকন হিসেবে। মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎপর্বের পর মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্টিনেজের সঙ্গে ছেলে ও মেয়ের ছবি দিয়ে লেখা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘এমি মার্টিনেজের সঙ্গে দেখা করতে যাব, এটা শোনার পর থেকেই আমার দুই সন্তান হুমায়রা ও সাহেল উত্তেজনায় একরকম টগবগ করে ফুটছিল। গত বিশ্বকাপ ওরা খুব গভীরভাবে দেখেছে। সেই রোমাঞ্চ এখনো আছে ওদের। এমির সঙ্গে দেখা করা নিয়ে কত যে প্ল্যান সাজাচ্ছিল ওরা! গতকাল রাতে (পরশু রাতে) তো ওরা ঘুমাতেই পারছিল না, রাত ৩টা পর্যন্ত জেগে ছিল আর নানা কিছু বলছিল আমাকে। বললাম, ‘ঘুমাচ্ছিস না কেন? ওরা বলে, ‘বাবা, এত এক্সাইটেড লাগছে যে ঘুমাতে পারছি না।’ সাহেল ও হুমায়রাকে অটোগ্রাফ দেন মার্টিনেজ। সাহেল নিজের টি-শার্টে অটোগ্রাফ নিল। হুমায়রা আর্জেন্টিনার জার্সি সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ওরা তো ব্যাপক খুশি। বারবার অটোগ্রাফে চুমু খাচ্ছিল।’

সর্বশেষ খবর