মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রশিদকে নিয়ে ভালো কিছুর স্বপ্ন আফগান অধিনায়কের

ক্রীড়া প্রতিবেদক

রশিদকে নিয়ে ভালো কিছুর স্বপ্ন আফগান অধিনায়কের

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। ৫৪৬ রানের রেকর্ডগড়া পাহাড়সমান ব্যবধানে হেরে যায়। যদিও দলটিতে ছিল না রশিদ খান, মুজিব উর রেহমানদের মধ্যে বিশ্বসেরা স্পিনাররা। ওয়ানডে সিরিজ দুজনের সঙ্গে ফিরেছেন মোহাম্মদ নবী। শক্তিশালী দল নিয়ে খেলতে নামছে আফগানিস্তান। এই দল নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করার স্বপ্ন দেখছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে আফগান অধিনায়ক বলেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’ ২৪ বছর বষয়সী বিশ্বসেরা লেগ স্পিনার রশিদের অন্তর্ভুক্তি নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘সে আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’

সর্বশেষ খবর