বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জয়ের জন্যই খেলবে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্যই খেলবে আফগানিস্তান

একমাত্র টেস্টে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। আজ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দেশ। চট্টগ্রামের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে আজই। টেস্টে পাত্তা না পেলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার আশা করছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি। টেস্টে কী হয়েছিল তা ভুলেই যেতে চান তিনি। ওয়ানডেতে জ্বলে উঠতে চান। প্রতিপক্ষের কোনো নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে পরিকল্পনা নেই আফগানিস্তানের। হাশমতুল্লাহ বলেন, তাদের ভাবনা পুরো বাংলাদেশকে নিয়ে। যে দলে তামিম, সাকিব, মুশফিকদের মতো খেলোয়াড় রয়েছে সেখানে তাদের ফেবারিট বলতেই হবে। তারপর আবার ঘরের মাঠে খেলবেন তামিমরা। সে ক্ষেত্রে একজনকে ঘিরে পরিকল্পনার প্রশ্নই ওঠে না।

টেস্টে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন। ওয়ানডে সিরিজেও এগিয়ে থাকবেন কি না- এ ব্যাপারে আফগান অধিনায়ক বলেন, ‘আমরাও এখানে খেলতে এসেছি। মাঠে দাঁড়িয়ে থাকতে নয়। সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশ অবশ্যই শক্তিশালী। তবে আমরাও দুই বছর ধরে ভালো খেলছি। মানসম্পন্ন স্পিনারের পাশাপাশি ভালো পেস ইউনিটও আমাদের আছে। জিততে হলে স্পিনার ও পেসারদের ভালো করতে হবে। প্রতিপক্ষের পেস বোলিং নিয়ে চিন্তা না করে নিজেদের শক্তিসামর্থ্য নিয়ে ভাবছি।’

হাশমতুল্লাহ বলেন, ‘বিশ্বকাপে আমরা দুই দেশ মুখোমুখি হব। তাই সিরিজের তিনটি ম্যাচের গুরুত্ব রয়েছে। জয়-পরাজয় তো আছেই। আমি বলব, বিশ্বকাপের আগে ভুলত্রুটি শোধরানোর সিরিজও এটা।’

 

 

সর্বশেষ খবর