বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলা হচ্ছে না। এবার সেই পথে হাঁটল জিম্বাবুয়ে। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে তাদেরও খেলা হচ্ছে না। শুরুতে দারুণ করলেও সুপারসিক্সে টানা দুই ম্যাচ হেরে সব আশা শেষ হয়ে গেল আফ্রিকার এ দেশটি। গতকাল সুপারসিক্সের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ৩১ রানে হেরে যায় স্কটল্যান্ডের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান তুলেছিল স্কটল্যান্ড। পাল্টা জবাব দিতে গিয়ে সিকান্দর রাজারা ৪১.১ ওভারে ২০৩ রানে অলআউট হয়ে যায়। এ জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ম্যাচে নির্ভর করছে কারা দ্বিতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বে যাবে। নেদারল্যান্ডস জিতে গেলে রান রেটে মূল পর্বে চলে যাবে।

 

সর্বশেষ খবর