শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
দ্বিতীয় ওয়ানডে আজ

সিরিজে ফেরার ম্যাচ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

সিরিজে ফেরার ম্যাচ টাইগারদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলছেন না। জাতীয় দলে ফিরবেন দেড় মাস পর, এশিয়া কাপের অধিনায়ক হয়ে। তার অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের বাকি দুই ওয়ানডেতে নেতৃত্ব দেবেন লিটন দাস। বাঁ-হাতি ড্যাসিং ওপেনারের পরিবর্তে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

তামিমের হঠাৎ অবসরের ঘোষণায় পুরোপুরি আড়ালে পড়ে যায় প্রথম ওয়ানডের হার। বৃষ্টিস্নাত কার্টেল ওভারের ম্যাচটি বাংলাদেশ ১৭ রানে হারে বৃষ্টি আইনে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ফিরতে আজ জিততেই হবে টাইগারদের। সিরিজ নিজেদের কাছে রেখে দিতে জিততে হবে ১১ জুলাই, মঙ্গলবারের শেষ ওয়ানডে। বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সমীকরণ এখন এমনই। পরিচিত পরিবেশে ফেবারিট হয়েও প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সমালোচিত হয়েছেন টাইগাররা। কিন্তু সব সমালোচনাকে পাথরচাপা দিয়ে মূল ফোকাসে চলে আসেন তামিম। কাউকে কোনোরকম ইঙ্গিত না দিয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দেন তামিম। ছলোছলো চোখে অবসরের ঘোষণায় বিস্মিত হন ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটাররা। পরশু রাতে বিসিবি বারবার যোগাযোগের চেষ্টা চালিয়েছে। কিন্তু তামিম প্রতিত্তোর দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মেসেজের। তামিম না খেলায় সিরিজে নেতৃত্ব দেবেন লিটন। গতকাল সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লিটন বিরক্তি প্রকাশ করেন তামিম প্রশ্নে। এক সময় বাধ্য হয়ে বলেন, ‘আমরা কী আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলছি? যদি ওই (তামিম ইকবাল) প্রসঙ্গে কথা বলি, তাহলে এখানে বিসিবি সভাপতি কিংবা কোচকে থাকতে হবে। আমি উঠে চলে যাই।’

তামিমের অনুপস্থিতি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগার ক্রিকেটারদের অনুশীলনে আলাদা কোনো প্রভাব ফেলেনি। মেঘে ঢাকা আবহাওয়ায় অনুশীলনের সময় নিজেদের মধ্যে খুনসুটি করেন ক্রিকেটাররা। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ও সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে উইকেট দেখেন কোচ হাতুরাসিংহে। সঙ্গে ছিলেন নির্বাচক আবদুর রাজ্জাক রাজ। উইকেট দেখার পর চারজনে মিলে আলোচনা করেন আজকের ম্যাচের একাদশ নিয়ে। তামিমের জায়গায় লিটনের সঙ্গে হয়তো ওপেন করবেন রনি। এ ছাড়া পেস বিভাগে পরিবর্তন আসতে পারে। হাসান মাহমুদের জায়গায় ফিরতে পারেন ইবাদত হোসেন। তামিমের অনুপস্থিতি নিয়ে গতকাল মিডিয়ার মুখোমুখিতে লিটন বলেন, ‘দেখেন, উনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, কিন্তু এ ম্যাচে নেই। সাম হাউ উনি যদি ইনজুরড হতেন, আমরা কিন্তু উনার বিকল্প নিয়ে খেলতাম। সো আমার মনে হয় না এরকম কিছু চেঞ্জ আসবে। আগের মতোই থাকবে সবকিছু।’

প্রথম ওয়ানডেতে রশিদ খান, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকিদের বোলিংয়ের বিপক্ষে সাবলীল ছিলেন না টাইগাররা ব্যাটাররা। দু-দুবার বৃষ্টিতে বন্ধ হয়ে যাওয়া ম্যাচে ৪৩ ওভারে ১৬৯ রান করে বাংলাদেশ। আফগানিস্তানকে টার্গেট দেওয়া হয় ৪৩ ওভারে ১৬৪। ২১.৪ ওভারে ৩ উইকেটে ৮৪ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এরপর রিভাইস টার্গেট দেওয়া হয় ২৯ ওভারে ১১১ রান। শেষ পর্যন্ত বৃষ্টিতে খেলা না হওয়ায় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বৃষ্টি আইনে ১৭ রানে জয়ী ঘোষণা করেন আফগনিস্তানকে।

লিটন এবারই প্রথম দেশকে নেতৃত্ব দিচ্ছেন না। টেস্টে তার নেতৃত্বে আফগানিস্তানকে ৫৪৬ রানের পাহাড়সমান ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগে তিনি ওয়ানডেতে ভারতের বিপক্ষে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। এর আগে ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ভারতকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ। দলকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বলেন, ‘দেখেন, বাংলাদেশের অধিনায়ক হওয়া গর্বের বিষয়। আগে যেভাবে বলেছি, চেষ্টা করেছি আমার দলকে সেরা কিছু দেওয়ার। অবশ্যই বাংলাদেশের হয়ে ম্যাচ জেতার। এবারও চেষ্টা করব ভালো কিছু করার।’

সর্বশেষ খবর