শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্যাট কামিন্সের ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক

অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। লিডস টেস্টেও এগিয়ে। টেস্টটি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের জন্য বিশেষভাবে স্মরণীয়। সাবেক অধিনায়কের এটা ক্যারিয়ারের শততম টেস্ট। এমন এক ঐতিহাসিক টেস্টে ব্যাট হাতে প্রথমে সেঞ্চুরি করেন মিচেল মার্শ। এরপর বল হাতে আগুন ঝরান অধিনায়ক প্যাট কামিন্স। তিনি উইকেট নেন ৬টি। তার বিধ্বংসী বোলিংয়ে লিডস টেস্টে এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া এগিয়ে ৫৪ রানে। প্রথম ইনিংসে মিচেল মার্শের ১১৮ রানে ভর করে ২৬৩ রান করে সফরকারী অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শততম টেস্টে স্মিথ খেলেন ২২ রানের ইনিংস। ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক ওড প্রথমবারের মতো খেলতে নেমে নেন ৫ উইকেট। জবাবে কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে ২৩৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। লর্ডস টেস্টে ১৫৫ রানের ইনিংস খেলা অধিনায়ক বেন স্টোকস গতকালও খেলেন ৮০ রানের প্রত্যয়ী ইনিংস। কামিন্স ৬ উইকেট নেন ৯১ রানের খরচে। অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল দিন শেষে ৪ উইকেটে ১১৬ রান করে। ট্রেভিস হেড ১৮ ও মার্শ ১৭ রানে ব্যাট করছেন।       

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর