শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে টাইগারদের ‘মেন্টর’ মাশরাফি!

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন টাইগার ওয়ানডে অধিনায়ক। তখন তার সঙ্গী হিসেবে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ‘মেন্টর’ হিসেবে মাশরাফিকে চেয়েছেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সেটা সমর্থন দিয়ে মাশরাফিকে প্রস্তুত থাকতে বলেছেন। ভারতীয় ক্রিকেট দলে মেন্টর হিসেবে দেখা গিয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

বৃহস্পতিবার হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তিনি যখন অবসরের ঘোষণা দেন, তখন বিশ্বকাপের বাকি মাত্র তিন মাস। এমন সময়ে তার অবসরের ঘোষণায় বিপাকে পড়ে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে আফগানিস্তান সিরিজের বাকি দুটি ম্যাচে খেলার জন্য অনুরোধ জানান। কিন্তু তামিম কোনো উত্তর দেননি। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর প্রত্যাহার করেন তামিম, ‘আজকে (শুক্রবার) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় দাওয়াত করেছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি।’ আলোচনার এক পর্যায়ে টাইগার ওয়ানডে অধিনায়ক প্রধানমন্ত্রীকে বলেন, ‘মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’ প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফি যাবে।’ মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন। উল্লেখ্য, মাশরাফি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

সর্বশেষ খবর