শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা
মিরপুরে ১ম টি-২০

রোমাঞ্চিত নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

রোমাঞ্চিত নিগাররা

হঠাৎ তামিম ইকবালের অবসরের ঘোষণা। ২৪ ঘণ্টা পর প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর প্রত্যাহার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ। ক্রিকেটপ্রেমীদের সবার নজর যখন লিটন দাস, সাকিবদের দিকে। তখন একটু আড়ালেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত মহিলা দল। দুই দলের ৩ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ১৬, ১৯ ও ২২ জুলাই। দুই মহিলা দলের সিরিজ দুটির সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে ১১ বছর পর খেলতে নামছে মহিলা ক্রিকেট দল। মিরপুরে খেলা নিয়ে উত্তেজিত নিগার সুলতানা, সালমা খাতুন, লতা মন্ডলরা। প্রায় এক যুগ পর মিরপুরে খেলতে নেমে দর্শকের উপস্থিতি চাইছেন মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘১১ বছর পর আমরা এখানে খেলছি। অনেক দিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছা। এই ছন্দটা ধরার অপেক্ষায় আছি। আমরা এখনো বলতে পারছি না, দর্শক কম হবে কি না। হতে পারে দর্শক আরও বেশি হতে পারে। সিলেটে যখন আমরা খেলেছি, অনেক দর্শক আমরা পেয়েছি। যেভাবে উইমেন ক্রিকেট গ্রো করছে এখন কিন্তু অনেক মানুষের মধ্যে উইমেন ক্রিকেট নিয়ে এক্সাইটমেন্ট কাজ করছে।’ রঙিন পোশাক ও সাদা বলের ২০ ওভারের ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেটা ছিল ২০ ওভারের টি-২০ ম্যাচ। প্রতিবেশী ভারত এসেছে শক্তিশালী দল নিয়ে। হারমানপ্রীত কাউরের নেতৃত্বে দলটি নিগার বাহিনীর বিপক্ষে খেলার ভাবনায় রোমাঞ্চিত, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। যা আমাদের চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা ২-৩ দিনের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’ 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর