রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিনে থাকতে তিন দলের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন ও ঢাকা আবাহনী রানার্সআপ হয়ে গেছে আগেই। এখন শুধু বাকি চলতি লিগে কে তৃতীয় হবে? তিন দল এ লড়াইয়ে টিকে থাকলেও পুলিশের সম্ভাবনা বেশি। গতকাল তারা মুক্তিযোদ্ধাকে ৬-১ গোলে হারালে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে। শেষ ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীকে হারালেই লিগ ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় হবে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বড় জয়ে পুলিশের পক্ষে দুটি অ্যাডওয়ার্ড, জয়ন্ত, জোহান, আবদুল্লাহ ও সাইদ ১টি করে গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে এমানুয়েল ১টি গোল শোধ করেন।

পুলিশ শেষ ম্যাচে হেরে গেলে মোহামেডান বা শেখ রাসেল তৃতীয় স্থানে উঠে আসতে পারে। ১৮ ম্যাচে দুই দলের পয়েন্ট ২৬। তবে গোল ব্যবধানে মোহামেডান চারে আছে। দুই দল বাকি দুই ম্যাচ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৩২। সে ক্ষেত্রে গোল পার্থক্যে তৃতীয় স্থান নির্ধারিত হবে। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক

ম্যাচে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনী ২-২ গোলে ড্র করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর