সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা
অ্যারিনা সাবালেঙ্কা

উইম্বলডনের চতুর্থ রাউন্ডে

উইম্বলডনের চতুর্থ রাউন্ডে

বেলারুশ্বের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা উইম্বলডনে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। মেয়েদের এককের এই দ্বিতীয় বাছাই তৃতীয় রাউন্ডে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন আনা ব্লিনকভাকে। চতুর্থ রাউন্ডে আজ তিনি মুখোমুখি হবেন একাটেরিনা আলেক্সান্দ্রোভার। মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলাও। পুরুষ এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।

 

সর্বশেষ খবর