সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন ব্যালন ডি’অর জয়ী সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

স্পেনে খ্যাতনামা ফুটবলারের অভাব নেই। বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলে সব ট্রফিই জিতেছে দেশটি। অথচ ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন একজনই। লুইস সুয়ারেজ নামে এ ফুটবলারই হচ্ছেন সেই ব্যক্তি। শুধু স্পেন নয়, ইউরোপ মহাদেশ্বে তিনি তারকা ফুটবলারের খ্যাতি পান। ৮৮ বছর বয়সে শনিবার তিনি মৃত্যুবরণ করেন। পুরো নাম লুইস সুয়ারেজ মিরমোন্টেস। ১৯৩৫ সালে লা করুনিয়ায় তাঁর জন্ম। ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজ শহরের ক্লাব ডেপোটিভো থেকে। ১৯৫৪ সালে বার্সেলোনায় তাঁর ক্যারিয়ার শুরু। খেলেছেন টানা আট বছর। ১৯৬০ সালে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেস্ক পুসকাসকে পেছনে ফেলে বার্সা ও স্পেনের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে জেতেন ব্যালন ডি’অর পুরস্কার। বার্সার হয়ে খেলেছেন ১৭৬ ম্যাচ। গোল করেছেন ৮০টি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুবার লা লিগায় এবং দুবার স্প্যানিশ কাপ জেতেন। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

 

 

সর্বশেষ খবর