মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মেয়েদের সিরিজে ফেরার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের সিরিজে ফেরার লড়াই

মহিলা ক্রিকেটে শক্তিশালী দল ভারত। টি-২০ ক্রিকেটে একবারের বিশ্বকাপ রানার্সআপও দলটি। ভারতের মতো শক্তিশালী নয় বাংলাদেশ। তারপরও ভারতকে হারিয়ে একবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল। সেটা টি-২০ ফরম্যাটের চ্যাম্পিয়নশিপে। দুই প্রতিবেশী এবার দ্বিতীয়বারের মতো টি-২০ সিরিজ খেলছে। প্রথমবার ২০১৪ সালে খেলেছিল। সিলেটের ওই সিরিজে বাংলাদেশ হেরেছিল পরিষ্কার ৩-০ ব্যবধানে। এবার দ্বিতীয়বারের মতো খেলছে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি ইতোমধ্যেই নিগার সুলতানা জ্যোতিরা হেরেছেন। ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ফিরতে আজ জয়ের বিকল্প নেই নিগার বাহিনীর। বিপরীতে হারমানপ্রীত কাউরের ভারত জিতলেই সিরিজ নিশ্চিত করবে। সিরিজের তৃতীয় টি-২০ ১৩ জুলাই একই ভেন্যুতে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ একই ভেন্যুতে ১৬, ১৯ ও ২২ জুলাই।   

প্রথম টি-২০ ম্যাচে লড়াই করতে পারেননি নিগাররা। যদিও দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা ২৭ রানের ভিত দিয়েছিলেন। এ সুবিধাটুকু পরের ব্যাটাররা কাজে লাগাতে পারেননি। ওপেনার সাথী ২৬ বলে ২২, শামীমা ১৩ বলে ১৭, ওয়ান ডাউনে সোবহানা মুস্তারি ৩৩ বলে ২৩ ও ১৬ বছর বয়সী স্বর্ণা আক্তার ২৮ বলে ২ ছক্কায় ২৮ রানের অপরাজিত ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৪। ১১৫ রানের টার্গেটে প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারী ভারত। ২১ রানে হারায় দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেট জুটিতে হারমানপ্রীত ও স্মৃতি ৫৫ বলে ৭০ রানের জুটি গড়ে দলকে সহজ জয় উপহার দেন। এ জুটিতেই ভারত ৭ উইকেটের জয় তুলে নেয় ২২ বল হাতে রেখে। মান্ধানা ৩৮ রান করেন ৩৪ বলে ৫ চারে। অধিনায়ক হারমানপ্রীত ম্যাচসেরা ৫৫ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায়। বাংলাদেশের বিপক্ষে হারমানপ্রীতের এটা দ্বিতীয় হাফসেঞ্চুরি।

সর্বশেষ খবর