বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুযোগ হারালেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ হারালেন নিগার সুলতানারা। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল মিরপুরে ভারতের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে হারের পর গতকাল বাংলাদেশের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না নিগাররা। ভারতের ছুড়ে দেওয়া ৯৬ রানের লক্ষ্য পার হতে পারেনি বাংলাদেশ। ৮ রানে ম্যাচটা জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন ভারতীয় মেয়েরা।

গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন শেফালি বর্মা। এ ছাড়া আমানজোত কৌর ১৪, স্মৃতি মান্ডানা ১৩, ইয়াস্তিকা ভাটিয়া ১১ ও দীপ্তি শর্মা ১০ রান করেন। বাকিরা কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সুলতানা খাতুন। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দেন। এ ছাড়া ফাহিমা খাতুন ২টি এবং মারুফা, নাহিদা ও রাবেয়া ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ভালোই খেলছিল বাংলাদেশ। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান করে। শেষ ২ ওভারে মাত্র ১৪ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। সহজ লক্ষ্যই ছিল। কিন্তু এ সহজ লক্ষ্যটাই পাড়ি দিতে পারেননি নিগার সুলতানারা। ১৯তম ওভারে ১টি এবং ২০তম ওভারে ৪টি উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ। ৮৭ রানেই থেমে যান নিগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে (১৮)! বাকিরা কেউই ২ অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর