বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সেই নেপালের বিপক্ষে মাঠে ফিরছেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

সেই নেপালের বিপক্ষে মাঠে ফিরছেন সাবিনারা

সাফ ফুটবলে বাংলাদেশ নারী জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে প্রায় ১০ মাস আগে। এরপর আর মাঠে নামেননি সাবিনা খাতুনরা। মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্ব খেলার কথা ছিল। এ নিয়ে জোরালো অনুশীলন করেন মেয়েরা। সব প্রস্তুতি যখন শেষ তখন বাফুফে থেকে ঘোষণা আসে, অর্থ নেই বলে মেয়েদের যাওয়া হবে না। এ নিয়ে ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু বাফুফে এমন সময় সিদ্ধান্তটি নেয় তখন বাংলাদেশকে পাঠানোও সম্ভব ছিল না। সব দুয়ার বন্ধ হয়ে যায়। বড় টুর্নামেন্টে না খেলতে পেরে সাবিনা, স্বপ্নারাও হতাশ হয়ে পড়েন। স্বপ্না তো খেলায় ছেড়ে দেন। কোচ গোলাম ছোটনও পদত্যাগ করেন।

যাক, শেষ পর্যন্ত সাবিনারা মাঠে ফিরছেন। যে নেপালকে হারিয়ে সাফে ইতিহাস লিখেছিল, সেই নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা টাওয়ার ১ প্রথম ম্যাচটি আগামীকাল। ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ ম্যাচ। নেপাল জাতীয় দল গতকাল ঢাকা পৌঁছেছে।

সর্বশেষ খবর