বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রুদ্ধশ্বাস জয়ে সেমিতে জকোভিচ

ক্রীড়া ডেস্ক

রুদ্ধশ্বাস জয়ে সেমিতে জকোভিচ

ছুটছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা একের পর এক গড়ছেন রেকর্ড। মাস খানেক আগে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের ইতিহাস লিখেছেন। এখন সেই রেকর্ডকে আরেকটু উচ্চতায় তুলে নিতে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। উইম্বলডনের সবুজ ঘাসের কোর্টে তিনি শুক্রবার সেমিফাইনালে মুখোমুখি হবেন ইতালিয়ান তারকা ৮ নম্বর র‌্যাংকধারী ইয়ানিক সিনারের। সেরা চারে উঠতে জকোভিচ শ্বাসরুদ্ধকর জয় পেয়েছেন রাশিয়ার রুভলেভের বিপক্ষে ৪-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে। রোমাঞ্চকর জয়ের পর জকোভিচ বলেন, ‘আমার মতে, রুভলেভ চমৎকার টেনিস খেলেছে।’ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনে ২৫ বছর বয়সী রুভলেভকে হারিয়েছিলেন জকোভিচ। এবার যদি চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা চ্যাম্পিয়ন হতে পারেন, তাহলে স্পর্শ করবেন আরেক গ্রেট তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সেমিতে জকোভিচের প্রতিপক্ষ ২১ বছর বয়সী সিনার কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন রাশিয়ার রোমান সাফিউলিনকে ৬-৪, ৩-৬, ৬-২ ও ৬-২ গেমে। মঙ্গলবার সেন্টার কোর্টে সেরা আটের লড়াইয়ের প্রথম সেট হেরে যান জকোভিচ ৪-৬ পয়েন্টে। এরপর অভিজ্ঞ সার্বিয়ান তারকা আর ভুল করেননি। টানা তিন সেট জিতে নেন ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে। কোনো গেম টাইব্রেকে না গড়ালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল প্রতিটি সেট। ম্যাচ শেষ হওয়ার ৩৬ বছর বয়সী জকোভিচের উচ্ছ্বাস দেখে সেটা বুঝা গেছে পরিষ্কার। ম্যাচ শেষে তার কথাই স্পষ্ট করেছে সেটা, ‘রুভলেভ অনেক চাপে ফেলছিল আমাকে। খুব দ্রুত খেলছিল, যাতে আমি লড়াইয়ে পেছনে পরে যাই। ম্যাচে কিছু পয়েন্টের লড়াই ছিল অনেক দীর্ঘ ও ক্লান্তিকর। সত্যি বলতে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।’ গ্রাস কোর্টে উইম্বলডনে টানা ৩৩ ম্যাচ জিতেছেন জকোভিচ। এই আসরে সার্বিয়ান তারকা সর্বশেষ হেরেছিলেন ২০১৭ সালে কোয়ার্টার-ফাইনালে। এরপর আর হারেননি। ২০১৮ থেকে চারবার জিতেছেন শিরোপা।

 

সর্বশেষ খবর