শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কিংসের উৎসবের দিন

ক্রীড়া প্রতিবেদক

১৯৪৮ সালে শুরু হওয়া ঘরোয়া ফুটবল লিগে কম দলের দেখা মেলেনি। শিরোপার খাতায় নাম লিখিয়েছে অনেকেই। এমনকি রেকর্ড গড়া দলের সংখ্যা কম নয়। তার পরও ৭৫ বছরের ইতিহাসে বসুন্ধরা কিংসই ব্যতিক্রম। তারা যা অর্জন করেছে তা কোনো দল বা ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। বসুন্ধরার প্রতিটি শিরোপাই এক একটি ইতিহাস। তারাই প্রথম দল অভিষেক আসরে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর দ্বিতীয় ও টানা তৃতীয়। এর আগে ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও অভিষেক আসর থেকে নয়। চলতি আসরে কিংস যা সৃষ্টি করেছে তা তো ৭৫ বছরের ইতিহাসসেরা। কোনো ক্লাবেরই টানা চারবার লিগ জয়ের রেকর্ড নেই। এ অসম্ভব সম্ভব করেছে বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংস। এ অর্জন বাংলাদেশের ফুটবলে সোনালি অক্ষরে লেখা থাকবে। সামনের বার আরেক শিরোপা মানে আরেক ইতিহাস। ফুটবলের ইতিহাস বসুন্ধরা কিংসের পিছু ছাড়ছে না।

৭৫ বছরে নতুন ইতিহাস গড়া সেই কিংসই আজ পেশাদার লিগে শেষ ম্যাচে অংশ নিচ্ছে। চলতি মৌসুমেও এটাই তাদের শেষ ম্যাচ। নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারিনায় সন্ধ্যা ৬টায় ফিরতি লেগে চ্যাম্পিয়ন কিংস লড়বে দেশের আরেক জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর বিপক্ষে। ম্যাচটি পরিচালনার জন্য বিদেশি রেফারি আনতে লিগ কমিটির কাছে অনুরোধ রেখেছে বসুন্ধরা কিংস। এ ব্যাপারে তারা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে চিঠিও দিয়েছে।

ঘরোয়া ফুটবলে এখন কিংস-আবাহনীর ম্যাচ ঘিরেই যত আলোচনা। স্পেনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইকে বলা হয় এল ক্লাসিকো। বাংলাদেশের ফুটবলে শিরোপা লড়াইয়ে দুই দল মুখোমুখি হচ্ছে বলে বসুন্ধরা-আবাহনীর ম্যাচকে বলা হচ্ছে ‘বাংলা ক্লাসিকো’।

দুই সেরা দলের লড়াই হলেও আজকের ম্যাচকে আনুষ্ঠানিকতাই বলা যায়। কেননা বসুন্ধরা শিরোপা নিশ্চিত করেছে আরও আগেই। ২৬ মে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে কিংস ইতিহাস গড়া শিরোপা নিশ্চিত করে। আজ সেই ট্রফি যাবে কিংসের ঘরে। ম্যাচে যা-ই ঘটুক না কেন, চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে কিংস অধিনায়ক রবসন রবিনহোর হাতে। ঘরের মাঠে স্বপ্নের ট্রফি পাবে কিংস। এ এক আনন্দের দিন। প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে ২-১ গোলে কিংস হারায় আবাহনীকে। শুধু তাই নয়, লিগে আবাহনী এখন পর্যন্ত বসুন্ধরাকে হারাতেই পারেনি। সাত ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে কিংস আর বাকি দুই ম্যাচ ড্র। ১৯ ম্যাচে কিংস ৫২ আর আবাহনী এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে আজ লড়বে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর