শিরোনাম
শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

প্রোটিয়াদের হারিয়ে সমতা ফেরালেন যুবারা

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশের যুবারা। গতকাল রাজশাহীতে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চার ম্যাচে দুই দলই জয় পেয়েছে দুটি করে। সিরিজের শেষ ও পঞ্চম ওয়ানডে হবে আগামী সোমবার। এই ম্যাচটা অঘোষিত ফাইনালই হয়ে গেল।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় খুলনায়। সেই তিন ম্যাচে দুটি জিতে দক্ষিণ আফ্রিকার যুবারা। গতকাল সিরিজে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কাক্সিক্ষত জয় নিয়েই মাঠ ছাড়ল যুবারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুরন্ত বোলিংয়ে মাত্র ১২৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পক্ষে রাফি মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়াও অভিষিক্ত রিজান হোসেন ২৪ রানে ৩ উইকেট শিকার করেন। ওয়াসি সিদ্দিকী শিকার করেন ২৩ রানে ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুয়ান প্রিটোরিয়াস সর্বোচ্চ ৪৩ রান সংগ্রহ করেন। এ ছাড়াও রিচার্ড ১৮, লিয়াম ১৫ ও অলিভার ১২ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। জবাব দিতে নেমে ২৯ ওভারে ১৩১ রান করে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে আদিল ২৫, আশরাফুজ্জামান ২৫ ও মাহফুজুর রহমান ২৫ রান করেন। এ ছাড়াও রিজান হোসেন ২২ ও নাঈম আহমেদ ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে লিয়াম ৩টি এবং এমফাকা, ইসা গানগাট ও রোমাশান একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ইনিংস

১২৮/১০, ৩৫.২ ওভার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইনিংস

১৩১/৬, ২৯ ওভার

সর্বশেষ খবর