শিরোনাম
রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা

উইম্বলডনের নতুন রানি

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা

উইম্বলডনের নারী এককে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন মারকেটা ভন্দ্রোসোভা। ওপেন যুগে প্রথম অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গতকাল ফাইনালে তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ারকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ গেমে।

সেরেনা উইলিয়ামস ১৮১ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা অবস্থায় উইম্বলডনের ফাইনাল খেলে ইতিহাস গড়েছিলেন। সেবার তিনি অবাছাই হিসেবে খেলে ফাইনাল নিশ্চিত করলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। হেরে যান অ্যাঞ্জেলিক কারবারের কাছে। মারকেটা ভন্দ্রোসোভা ৪২ নম্বরে থেকে উইম্বলডনের লড়াইয়ে নামেন। তিনি অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসই বদলে দিলেন! গত ৬০ বছরে উইম্বলডনে কোনো অবাছাই নারী চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে অ্যাশলে বার্টির কাছে হেরে যান মারকেটা। তবে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ট্রফি হাতে নিয়ে মারকেটা বলেন, ‘আমি সত্যি খুবই আনন্দিত। বিশ্বাসই হচ্ছে না এ ট্রফিটা আমার হাতে। আমাকে যারা সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমার পরিবার ও দলের সবাইকে কৃতজ্ঞতা জানাই।’ ভবিষ্যতে আরও ভালো খেলার আশা করেন তিনি। এদিকে তিনবার গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেও কোনো ট্রফি জিততে পারলেন না ওনস জাবেয়ার।

প্রথম আফ্রিকান ও আরব মেয়ে হিসেবে গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ আবারও হারালেন তিনি।

সর্বশেষ খবর