সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সেই মুক্তিযোদ্ধা রেলিগেশনের শিকার

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান ও আবাহনীতে অনেক তারকা ফুটবলার খেলেছেন। অনেকে অন্য ক্লাব থেকে এসে তারকাখ্যাতিও পেয়েছেন। তারপরও ’৮০ বা ’৯০-এর দশকে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে যেভাবে ফুটবলার তৈরি হয়েছে তা সত্যিই অবাক করার মতো। অভিজ্ঞ কোচ ওয়াজেদ গাজীর শিক্ষায় এরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হন। ১৯৮৪ সালে প্রথম বিভাগ লিগে অভিষেক হওয়ার পর তারা প্রথম লিগ জিতেছে ১৯৯৭ সালে। কিন্তু এর মধ্যে মুক্তিযোদ্ধায় এমন এমন ফুটবলারের দেখা মিলেছে যারা অনেকেই তারকাখ্যাতি পান। মোমেন মুন্না, জুয়েল রানা, বরুন, টিটু, আয়াজ, জিয়া বাবু, রেহান- এরা সবাই প্রথম বিভাগ শুরু করেছিলেন মুক্তিযোদ্ধা থেকে। আহমেদ, তুহীনও আলোড়ন তোলেন।

ফুটবলে মুক্তিযোদ্ধা ক্লাব গড়ার পেছনে দেশের কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টুর অবদানও কম নয়। সেই সঙ্গে আরশাদ আলী মঙ্গলের নামও বলতে হবে। মূলত তাদের প্রচেষ্টায় ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। অভিষেকের ৯ বছরে ক্লাবটির প্রাপ্তি ছিল একবার তৃতীয় হওয়া। ১৯৯৪ সালে পাল্টে যায় সে দৃশ্য। স্মরণকালের সেরা দল গড়ে মুক্তিযোদ্ধা। এরপর থেকে ট্রফি আসা শুরু করে। প্রথমটি ছিল ফেডারেশন কাপ। ১৯৯৭ সালে আবাহনী-মোহামেডানের দাপট ভেঙে লিগও জেতে। এরপর আরও একবার লিগ জয়। ফেডারেশন কাপ দুই ও জাতীয় লিগে একবার চ্যাম্পিয়ন হয়। সেই মুক্তিযোদ্ধাই কি না রেলিগেশনের শিকার।

 

 

সর্বশেষ খবর