শিরোনাম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

টেনিসে এখন আলকারাজ যুগ

ক্রীড়া ডেস্ক

টেনিসে এখন আলকারাজ যুগ

টেনিসে কি নতুন যুগের সূচনা হলো? রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। ২০০৩ সাল থেকে এই তিন তারকার বাইরে গ্র্যান্ড স্লাম ট্রফি জয় করেছেন হাতে গোনা কয়েকজন। এটাকে তাই ‘বিগ থ্রি’র যুগ বলা হয়। ফেদেরার অনেক আগেই টেনিস ছেড়েছেন। রাফায়েল নাদালও ক্যারিয়ারের শেষ ক্ষণ গুনছেন। এবার কি তবে নোভাক জকোভিচেরও শেষটা দেখে নেওয়ার সময়? টেনিসে নতুন যুগের সূচনা কি হয়ে গেল?

উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন আলকারাজ। চার ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ের পর নোভাক জকোভিচ মেনে নিয়েছেন প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। বলেছেন, এমন কারও বিপক্ষে আগে কখনো লড়াই করেননি। ২০১৮ সাল থেকে উইম্বলডনে রাজত্ব করছিলেন জকোভিচ। অল ইংল্যান্ড টেনিস ক্লাবে সাতবার ট্রফি জিতেছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্লাম জয় করেছেন। এই তারকাকে হারিয়েই টেনিসে নতুন যুগের সূচনা করলেন আলকারাজ। গত বছর ইউএস ওপেন জয় করেছেন তিনি। ২০ বছর বয়সে জিতে নিলেন উইম্বলডনও। অন্যদিকে নোভাক জকোভিচ ২৩ নম্বরে আটকে গেলেন।

গত মাসে রোঁলা গারোয় ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন আলকারাজ। তবে এক মাস যেতে না যেতেই সেই পরাজয়ের শোধ নিয়ে নিলেন এই স্প্যানিশ তরুণ। ম্যাচ জয়ের পর আলকারাজ বলেছেন, ‘আমার স্বপ্ন সত্যি হলো।’ জকোভিচের কাছেও কৃতজ্ঞ আলকারাজ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর