শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ব্যাটিং ধসে বাড়ল অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং ধসে বাড়ল অপেক্ষা

জিতলেই ইতিহাস! এমন একটি রেকর্ডের হাতছানি ছিল নিগার সুলতানাদের সামনে। কিন্তু রেকর্ড গড়ে ইতিহাস লেখার সুযোগটা কাজে লাগাতে পারেনি মহিলা ক্রিকেট দল। উল্টো অকেশনাল স্পিনার জেমিমা রদ্রিগেজের সাধারণ মানের ঘূর্ণিতে শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৪ রানে ৩৮ বলের ব্যবধানে। এ ব্যাটিং ধসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ভারতের কাছে ১০৮ রানের আকাশসম ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। হারলেও সিরিজ জয়ের সুযোগ রয়েছে নিগারদের। ২২ জুলাই শনিবার তৃতীয় ওয়ানডে জিতলেই হবে। সিরিজ নির্ধারণী ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে নিগার বাহিনী জিতেছিল ডিএলএস মেথডে ৪০ রানে। ভারতের বিপক্ষে ৭ ওয়ানডেতে বাংলাদেশের এটাই একমাত্র জয়।

সিরিজে জয়ের স্বপ্নে টস জিতে হারমানপ্রীত কাউরের ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক নিগার। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ওপেনার প্রিয়া মুনিকে হারায় সফরকারীরা। কিন্তু তাতে দমে যায়নি সফরকারীরা। বরং আরও আক্রমণাত্মক মেজাজে খেলে ১০ ওভারের পাওয়ার প্লেতে ৪০ রান তুলে নেয়। পাওয়ার প্লের পরের ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন স্বস্তিকা ভাটিয়া। ২১.১ ওভারে আউট হন ওপেনার স্মৃতি মান্ধানা। তিনি ৩৬ রানের ইনিংসটি খেলেন ৫৮ বলে ৪ চারে। অধিনায়ক হারমানপ্রীত ও ম্যাচসেরা জেমিমা চতুর্থ উইকেট জুটিতে ১৫.১ ওভারে যোগ করেন ৭৩ রান। হারমান ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফেরেন সুলতানা খাতুনের বলে। জেমিমা ৮৭ রানের ইনিংস খেলে স্টাম্পড হন ৪৯ ওভারের শেষ বলে। ৭৮ বলের আগ্রাসি ইনিংসে চার মারেন ৯টি। হারমানপ্রীত ও জেমিমার জোড়া হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২২৮ রান। স্বাগতিক দলের পক্ষে সুলতানা ৪১ রানে ২ এবং নাহিদা আক্তার ৩৭ রানের খরচে নেন ২ উইকেট।

ইতিহাস লিখতে বাংলাদেশের টার্গেট ২২৯ রান। কিন্তু দুই ওপেনার মুরশিদ খাতুন ও শারমিন আক্তার এবং ওয়ান ডাউনে খেলা ফারজানা হক পিংকি প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে মাত্র ২০ রান সংগ্রহ করেন। শুরুর এই ধীরলয়ের ব্যাটিং পরে গতি পায়নি। পিংকি ৪৭ রানের ইনিংস খেললেও স্ট্রাইক রেট ছিল ৫৮.০২। ১৩.৪ ওভারে ৩৮ রানে তৃতীয় উইকেটের পতনের পর জুটি বাঁধেন পিংকি ও রিতু মণি। দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৬৮ রান ১৫.২ ওভারে। রিতু ২৭ রান করেন ৪৬ বলে। ইনিংসের ৩০তম ওভারে বোলিংয়ে এসেই প্রথম আঘাত হানেন জেমিমা। তার বিধ্বংসী বোলিংয়ে নিগার বাহিনী শেষ ৭ উইকেট হারায় ১৪ রানে। ২৮.৬ থেকে ৩৫.১ ওভারের মধ্যে। জেমিমার বোলিং স্পেল ৩.১-০-৩-৪!

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত মহিলা দল : ২২৮/৮, ৫০ ওভার (স্মৃতি মান্ধানা ৩৬, প্রিয়া পুনিয়া ৭, স্বস্তিকা ভাটিয়া ১৫, হারমানপ্রীত কাউর ৫২, জেমিমা রদ্রিগেজ ৮৭, হারলিন দিওল ২৫। মারুফা আক্তার ১/৪৯, সুলতানা খাতুন ২/৪১, নাহিদা আক্তার ২/৩৭, ফাহিমা খাতুন ০/৫৬, রাবেয়া খান ১/৪৪)।

বাংলাদেশ মহিলা দল : ১২০/১০, ৩৫.১ ওভার (মুরশিদা খাতুন ১২, শারমিনা আক্তার ২, ফারজানা হক পিংকি ৪৭, লতা মন্ডল ৮, রিতু মণি ২৭, নিগার সুলতানা ৩, রাবেয়া খান ১, নাহিদা আক্তার ২, ফাহিমা খাতুন ৬, সুলতানা খাতুন ০, মারুফা আক্তার ১। মেঘনা সিং ১/২৭, দীপ্তি শর্মা ১.৭, আমানজিত কাউর ০/২৪, ¯ন্ডেœহ রানা ১/২৬, দেবিক বৈদ্য ৩/৩০, জেমিমা রদ্রিগজ ৪/৩)।

ফল : ভারত ১০৮ রানে জয়ী।

সিরিজ : ১-১ ব্যবধান

ম্যাচসেরা : জেমিমা রদ্রিগেজ ৮৭ রান ৪/৩

 

সর্বশেষ খবর