বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ইমার্জিং এশিয়া কাপ

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

‘এ’ গ্রুপ থেকে সেরা চারে খেলছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুই দলেরই পয়েন্ট ৩ ম্যাচে সমান ৪। তবে রান রেটে গ্রুপ শীর্ষ দখল করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষ স্থান দখল করেছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে চার ফেবারিট বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে খেলছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুই দলেরই পয়েন্ট ৩ ম্যাচে সমান ৪। তবে রান রেটে গ্রুপ শীর্ষ দখল করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষ স্থান দখল করেছে ভারত। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপে অংশ নিচ্ছে টেস্ট খেলুড়ে দেশগুলোর অনূর্ধ্ব-২৩ বা ‘এ’ দল। শুধু আইসিসি সহযোগী দেশগুলোর মূল দল খেলছে। টুর্নামেন্টের ফাইনাল ২৩ জুলাই কলম্বোতে। সেমিফাইনাল দুটি ২১ জুলাই। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গতকাল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। রাজাবর্ধন হাংগ্রিকারের বিধ্বংসী বোলিংয়ে ৪৮ ওভারে ২০৫ রানে অলআউট হয় মোহাম্মদ হারিসের পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন কাসিম আকরাম। ৬৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার। ২০৯ রানের টার্গেটে ৫৮ রানে ভারতের ওপেনারদ্বয় বিচ্ছিন্ন হন। অভিষেক শর্মা ব্যক্তিগত ২০ রানে আউট হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার সাই সুধর্শন ও নিকিন জোস ১৯.১ ওভারে ৯৯ রান যোগ করেন। নিকিন ৫৩ রান করেন ৬৪ বলে ৭ চারে। সুধর্শন দুরন্ত ব্যাটিং করে ১০৪ রানে অপরাজিত থাকেন। ১১০ বলের ইনিংসটিতে ছিল ১০ চার ও ৩টি ছক্কা।

 

 

সর্বশেষ খবর