বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানের দরকার ৮৩ রান

ক্রীড়া ডেস্ক

গল টেস্টে জয়ের ক্ষণ গুনতে শুরু করেছে পাকিস্তান। টেস্টটি জিততে আজ শেষ দিন পাকিস্তানের দরকার মাত্র ৮৩ রান। হাতে আছে ৭ উইকেট। সাদা চোখে ম্যাচটি হেলে আছে পাকিস্তানের দিকে। তবে পঞ্চম দিন বল উইকেটে ঘুরবে লাটিমের মতো। তাই কাজটি সহজসাধ্য হবে বলে মনে হচ্ছে না। গতকাল চতুর্থ দিন পাকিস্তান ব্যাটিং করতে নামে ১৩১ রানের টার্গেটে। ৩৮ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। এরপর ইমাম-উল হক ও বাবর আজম অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন স্কোর বোর্ডে ৪৮ রান যোগ করে। বাঁ হাতি ওপেনার ইমাম ব্যাট করছেন ২৫ রানে এবং অধিনায়ক বাবর ব্যাট করছেন ৬ রানে। এর আগে সওদ শাকিলের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬১ রান করে পাকিস্তান। সওদ অপরাজিত ছিলেন ২০৮ রানে। স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩১২ রান এবং দ্বিতীয় ইনিংসে করে ২৭৯ রান।

 

সর্বশেষ খবর