শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত নারী ওয়ানডে সিরিজ

মিরপুরে অঘোষিত ফাইনাল

‘ম্যাচে আমরা দল হিসেবে খেলার চেষ্টা করব। দলের সবাই অনুভব করে, যদি দল হিসেবে আমরা খেলতে পারি, আমরা যে কোনো দলকেই হারাতে পারব।’

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরে অঘোষিত ফাইনাল

প্রচন্ড গরমে দ্বিতীয় ওয়ানডে পুরোটা খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ মহিলা ক্রিকেট অধিনায়ক গরমে অসুস্থ বোধ করে মাঠের বাইরে চলে আসেন। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। পানিশূন্যতায় ভোগা বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক আজ সকালে ম্যাচ শুরুর আগে ফিটনেস পরীক্ষা দেবেন। শতভাগ ফিট হলেই খেলবেন আজকের অলিখিত ফাইনালে। জানিয়েছেন কোচ হাসান তিলকরত্নে, ‘নিগার সুলতানা জ্যোতি এখনো পুরোপুরি ফিট নন। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’ বাংলাদেশ ও ভারত মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি আজ। নিগারের বাংলাদেশ জিতেছে প্রথম ওয়ানডে। হারমানপ্রীত কাউরের ভারত দ্বিতীয়টি জিতে সমতা এনেছে সিরিজে। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচটি রূপ নিয়েছে ‘অলিখিত’ ফাইনালে। অলিখিত ফাইনাল যে জিতবে, সিরিজ তাদের হবে। এই প্রথম সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশ মহিলা দলকে। যদি জিতে যায়, তাহলে দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড লিখবেন নিগার, মারুফা, ফারজানা পিঙ্কিরা সোনালি কালিতে।

মহিলা ক্রিকেটে ভারত পরাশক্তি। বিশ্বকাপ রানার্স আপ। সেই দলের বিপক্ষে চলমান সিরিজ দুর্দান্ত খেলছে নিগার বাহিনী। যদিও ৩ ম্যাচ টি-২০ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম দুটি হারলেও শেষ টি-২০ ম্যাচ দুরন্ত ক্রিকেট খেলে জিতে নেয়। ফিরে  পায় আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানডে সহজেই জিতে সিরিজে এগিয়ে যায়। ফাস্ট বোলার মারুফা আক্তারের বিধ্বংসী বোলিং ডিএলএস মেথডে ৪০ রানে জয় পায় নিগার বাহিনী। ওই ম্যাচে মারুফা ৩৩ রানের খরচে ৪ উইকেট নেন। অধিনায়ক নিগার সুলতানা করেছিলেন সর্বোচ্চ ৩৯ রান। দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানে হেরেছে পুরোপুরি ব্যাটিং ব্যর্থতায়। ২২৯ রানের টার্গেটে শেষ ৭ উইকেট হারায় মাত্র ১৪ রানের ব্যবধানে। মহিলা দলের ব্যাটিং লাইন ধসে যায় ২৮.৬ ওভার থেকে ৩৫.১ ওভারের মধ্যে। গোটা ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ফারজানা হক পিঙ্কি ৪৭, রিতু মণি ২৭ ও মুরশিদা খাতুন ১২ রান করেন। দলের ব্যাটিং নিয়ে ভীষণ চিন্তিত কোচ হাসান তিরলকরত্নে, ‘আমাদের ব্যাটিংটাই বড় দুশ্চিন্তা। ওরা থিতু হয়ে আউট হচ্ছে। ব্যাটিংয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে থিতু হওয়া। আপনি ভালো শুরুর পর সেটাকে কাজে লাগাতে হবে।’ কোচের চিন্তিত হওয়াই স্বাভাবিক। ২৮ ওভারে ৩ উইকেটে ১০৩ রান। অথচ ইনিংস শেষ ৩৫.১ ওভারে ১২০ রানে। দায়িত্বহীনতার পরিচয় দিয়ে অলআউট হয়েছে ১৪.৫ ওভার হাতে রেখে। এ সমস্যার সমাধানে কাজ করছেন কোচ। মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে ২৯ ওভারের পর ৩ উইকেটে ১০৩ (১০৬ রান) রান। ভেবেছিলাম আমরা সঠিক পথেই আছি। কিন্তু দুর্ভাগ্য, সে সময় আমরা পিঙ্কিকে (ফারজানা হক) হারিয়েছি। আমরা সেখানেই ম্যাচ হেরে গিয়েছি। আমরা এটা নিয়ে কাজ করছি।’ ক্রিকেটারদের লম্বা ইনিংস খেলতে না পারার কারণ হিসেবে তিরলকরত্নে উল্লেখ করেন ফিটনেসকে, ‘ক্রিকেটাররা টেকনিক্যালি ভালো। কিন্তু লম্বা ইনিংস খেলার যে মানসিকতা, সেখানে কাজ করতে হবে। আর ফিটনেসের মান গড়পড়তা মানের চেয়েও কম। আমাদের ফিটনেস ট্রেনার এসেছে ইংল্যান্ড থেকে। এ সিরিজ শেষে ছয় সপ্তাহের একটা ফিটনেস ক্যাম্প হবে।’

অধিনায়ক নিগার খেলবেন কি না তা সকালে জানা যাবে। তবে সিরিজ জিতে ইতিহাস লিখতে মরিয়া গোটা দল। অনুশীলনে অনেক বেশি প্রাণবন্ত মনে হয়েছে মুরশিদা, মারুফা, ফাহিমাদের। আজ সবাই জয়ের জন্য একটি ‘দল’ হয়ে খেলবেন। লেগ স্পিনার অলরাউন্ডার ফাহিমা খাতুন বলেন, ‘ম্যাচে আমরা দল হিসেবে খেলার চেষ্টা করব। দলের সবাই অনুভব করে, যদি দল হিসেবে আমরা খেলতে পারি, আমরা যে কোনো দলকেই হারাতে পারব।’ মহিলা ক্রিকেটারদের ম্যাচ দেখতে মাঠে দর্শক আসছে। আজ সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এর আগে দুই দলের ৭ মুখোমুখিতে বাংলাদেশের জয় এক এবং ভারতের জয় ছয়টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর