শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং কাপের ফাইনাল খেলতে বাংলাদেশ ‘এ’ দলের টার্গেট ২১২ রান। ওভারপ্রতি করতে হবে ৪ রানের সামান্য ওপরে। ওয়ানডে ক্রিকেটে দলগুলো যেখানে নিত্য ৩০০, ৩৫০ রান টপকাচ্ছে। সেখানে ওভারপ্রতি ৪.২৪ রান! আহামরি কিছু নেয়। বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও তানজিদ হাসান ৭০ রানের ভিত দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ১৬০ রানে গুটিয়ে যায় ৩৪.২ ওভারে। ৫১ রানে জিতে ভারতীয় ‘এ’ দল ইমার্জিং কাপের ফাইনালে উঠেছে। বাংলাদেশকে গুটিয়ে দেন ভারতের হরিয়ানার ১৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার নিশাত সিঁধু। সিঁধুর স্পেল ৮-০-২০-৫। আরেক বাঁ-হাতি স্পিনার মানাভ সুত্তারের স্পেল ৮.২-০-৩২-৩। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তানজিদ। দিনের প্রথম সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ফের ফাইনালে উঠেছে পাকিস্তান। পি সারা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৩২২ রান। আরশাদ ইকবালের বিধ্বংসী বোলিংয়ে ৪৫.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৬০ রানে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

 

 

সর্বশেষ খবর