রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আমেরিকায় মেসির রাজকীয় শুরু

ক্রীড়া ডেস্ক

আমেরিকায় মেসির রাজকীয় শুরু

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম অনেক আগেই শীর্ষ সারিতে চলে এসেছিল। গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর ফুটবল সাম্রাজ্যের অবিসংবাদিত রাজা হিসেবে তাকে নিয়েছে সবাই। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আমেরিকায় পাড়ি জমানো এই তারকাকে রাজার মতোই বরণ করে নিল ফুটবলপ্রেমীরা। ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গতকাল বসেছিল তারার মেলা। সারা দুনিয়া থেকে অনেক তারকাই এসেছিলেন মেসির খেলা দেখতে। সেরেনা উইলিয়ামস, লেবরন জেমসরা তো ছিলেনই। এসেছিলেন হলিউডের অনেক তারকাও। রাজার মতোই মেসিকে বরণ করে নিলেন আমেরিকানরা। দূর-দূরান্ত থেকে ছুটে আসা এতসব ভক্তের কাউকেই হতাশ করেননি মেসি। ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সের কয়েক গজ বাইরে থেকে ফ্রি কিকে গোল করে তাক লাগিয়ে দেন সবাইকে। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে মেসির গোলেই ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে লিওনেল মেসি ৫৪ মিনিটে বেনজামিন ক্রেমাসির পরিবর্তে মাঠে নামেন। একই সময়ে ডেভিড রুইজের পরিবর্তে মাঠে নামেন মেসির সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটস। একই সময়ে দুই পুরনো বন্ধুর অভিষেক হলো ইন্টার মায়ামিতে।

 

সর্বশেষ খবর