শিরোনাম
রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিনেই পুলিশের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

এবার পেশাদার লিগে আলোড়ন তুলেছে বাংলাদেশ পুলিশ এফসি। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহামেডানকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছে। ১৯৬৪ সালে লিগে অভিষেকের পর এটা সবচেয়ে বড় প্রাপ্তি পুলিশের। ১৯৭৫ সালে স্বাধীনতা কাপে ফাইনালে খেলাটাই ছিল বড় প্রাপ্তি। গতকাল তারা লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে পরাজিত করে। এর ফলে ২০ ম্যাচে ১০ জয়, ৫ ড্র, ৫ হারে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে পুলিশ। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে পুলিশ প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকে। আবদুল্লাহ, প্যাটেল ও রবিউল গোলগুলো করেন। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর ডেভিড ও নাহিন ব্যবধান কমান। লিগে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে মোহামেডান। গতকাল কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারায় রহমতগঞ্জকে। বিজয়ী দলের সানডে, আরিফ ও অধিনায়ক সুলেমান দিয়াবাতে। শেখ রাসেলও জয় নিয়ে লিগ শেষ করেছে। কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-২ গোলে মুক্তিযোদ্ধাকে হারায়। বিজয়ী দলের কেনেথ, ইব্রাহিম ও দিপক গোল করেন। মুক্তিযোদ্ধার এমানুয়েল ও সেনেমানি ব্যবধান কমান। ২০ ম্যাচে ৩০ পয়েন্ট  নিয়ে রাসেল এবার ৫-এ থাকল। ছয়ে থেকে লিগ শেষ করেছে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর