শিরোনাম
রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সর্বোচ্চ গোল কিংসের ডরিয়েলটনের

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ গোল কিংসের ডরিয়েলটনের

২০২১-২২ পেশাদার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন গোমেজ খেলেছিলেন ঢাকা আবাহনীতে। লিগে তার দল রানার্সআপ হলেও বাংলাদেশের ঘরোয়া আসরে তিনি যে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন, তা অনেকেই নিশ্চিত ছিলেন। কেননা ১৮ গোল দিয়ে লিগ শেষ করেছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তার গোলসংখ্যা ছিল ১৬টি। অথচ রহমতগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে হিসাবটা পাল্টে দেন দিয়াবাতে। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। ২১ গোল করে হয়ে যান সর্বোচ্চ গোলদাতা। এবার দিয়াবাতে হেরে গেলেন ডরিয়েলটনের কাছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন এই ব্রাজিলিয়ান। ডরিয়েলটনের গোলসংখ্যা ২০। দিয়াবাতের গোল সংখ্যা ১৬। আর দিয়াবাতে ১৬ গোল করে থাকলেন দ্বিতীয় স্থানে।

১২ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ড্যানিয়েল কলিন ড্রেস। ১১ গোল করে যুগ্মভাবে চতুর্থ সেরা গোলদাতা হয়েছেন শেখ রাসেলের এমফন উদো ও শেখ জামালের কার্নিয়াস স্টুয়ার্ট। পঞ্চম স্থানটাও দখল করেছেন দুই ফুটবলার। ১০ গোল করে বসুন্ধরা কিংসের রবসন রবিনহো ও মিগেল ফিগেরা একই অবস্থানে আছেন। বিদেশিদের দাপটের মাঝে স্থানীয়দের ভিতর সর্বোচ্চ গোলদাতা হন আবাহনীর এলিটা কিংসলে। গোলসংখ্যা দাঁড়িয়েছে তার ৮-এ।

 

সর্বশেষ খবর