সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৩৫ লাখ টাকা বোনাস পেলেন ফারজানারা

ক্রীড়া প্রতিবেদক

৩৫ লাখ টাকা বোনাস পেলেন ফারজানারা

সিরিজ জিতে, ব্যক্তিগত পারফরম্যান্স করে পুরুষ ক্রিকেট দল ও ক্রিকেটাররা নিয়মিত বোনাস পাচ্ছেন বিসিবি থেকে। এবার বোনাস পেয়েছেন নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মারুফা আক্তাররা। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জয়, সিরিজ সমতা করায় প্রশংসায় ভাসছেন মহিলা ক্রিকেটাররা। নাহিদাদের দুরন্ত পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর্থিক বোনাস দেওয়ার ঘোষণা করে। গতকাল নাহিদা আক্তারদের সঙ্গে দেখা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব মিলিয়ে ৩৫ লাখ টাকার আর্থিক বোনাস ঘোষণা করেন। শুধু বোনাস নয়, মহিলা ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন বিসিবি সভাপতি, ‘সবকিছু মিলিয়ে আমরা শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা এবং এর সঙ্গে যারা পারফর্ম করেছে, যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ, যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা- এভাবে আমরা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’ ভারতকে প্রথম ওয়ানডেতে হারানোর পরই বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।     

সর্বশেষ খবর