সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং এশিয়া কাপের লিগ পর্বে ভারতের কাছে হেরেছিল। ফাইনালে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। ৮ দলের টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশের ‘এ’ দল এবং আইসিসি সহযোগী দেশ ওমান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তান ১২৮ রানের পাহাড়সমান ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাটিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। ম্যাচ সেরা তায়িব তাহির ৭১ বলে ১০৮ রান করেন। জবাবে ভারত অলআউট ৪০ ওভারে ২২৪ রানে। ইমার্জিং এশিয়া কাপের পঞ্চম আসরে এটা পাকিস্তানের দ্বিতীয় শিরোপা। দলটি গতবারের চ্যাম্পিয়ন। 

সর্বশেষ খবর