মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৫০ হাজার টাকা বেতন দাবি সাবিনাদের

ক্রীড়া প্রতিবেদক

৫০ হাজার টাকা বেতন দাবি সাবিনাদের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নেবে। সেপ্টেম্বরে চীনে পর্দা উঠবে এশিয়ার সর্ববৃহৎ এ ক্রীড়া উৎসবের। কাছে এসে পড়েছে গেমস। এ সময় খেলোয়াড়দের অনুশীলনে থাকার কথা। অথচ তারা ছুটিতে গেছেন। কিছুদিন আগেই ছুটি কাটিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেই তাদের আবার ছুটি নেওয়ার প্রয়োজন পড়ল কেন? তাহলে কি নানা কারণে সাবিনারা ফুটবলের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলেছেন। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অবশ্য বলেছেন- ওরা আগেই ছুটি চেয়েছিল। সামনে আবার এশিয়ান গেমস। অনেক দিন মাঠেই ব্যস্ত থাকবে মেয়েরা। তাই ছুটি দেওয়া হয়েছে।

বাফুফে থেকে নারী ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। তবে মেয়েরা ফিরে আসার পর তোপের মুখে পড়তে পারেন সভাপতি কাজী সালাউদ্দিন। ছুটিতে যাওয়ার আগেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে গেছেন সাবিনারা। মাসে ৫০ হাজার টাকা করে বেতন চান তারা। চার মাস অন্তর আন্তর্জাতিক ফুটবল খেলতে চান। ক্যাম্পে সিনিয়র ফুটবলার আছেন ২৯ জন। তারা সবাই বেতন বাড়ানোর পক্ষে। খেলোয়াড়রা সভাপতির সঙ্গে বৈঠকও করেছেন। বুট নিয়ে আগেই কথা বলেছেন মেয়েরা। বুট পাবেন না জানিয়েছিলেন সাবিনারা। তারপরও নতুন দাবি-দাওয়ায় পুনরায় বুটের কথা উল্লেখ করা হয়েছে। আগে মৌখিকভাবে দাবি-দাওয়ার কথা তুলত। এবার লিখিতভাবে তুলে ধরা হয়েছে। ৫০ হাজার টাকা বেতনের দাবি করতে গিয়ে তাদের পরিবারের কথা তুলে ধরা হয়েছে। দুর্মূল্যের বাজারে তারা কীভাবে চলবে এটাও সভাপতির কাছে প্রশ্ন তোলা হয়েছে।

জাতীয় বা নারী বয়স ভিত্তিক দল একের পর এক সাফল্য এনে দিচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে তারা যে বেতন পান যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তবুও নিরূপায় হয়ে নিতে হচ্ছে। হুট করে ৫০ হাজার টাকা করে বেতন বাড়ানো সম্ভব কি? যদি বাফুফে তাদের দাবি না মানা হয় তাহলে কি এশিয়ান গেমসে সাবিনাদের খেলা অনিশ্চিত হয়ে পড়বে? না মেয়েরা সেই পথে যাবেন না। তাতে নিজেরাই সমালোচিত হবেন। তাহলে উপায় কী? এক্ষেত্রে বেতন ৫০ হাজার টাকা না হলেও ৩০ বা ২৫ হাজার টাকা করে হতে পারে। তাও আবার সবাই নয়। এখানে ক্যাটাগরি ভাগ হতে পারে। সাবিনারা তা কি মানবেন? দাবি-দাওয়ার মধ্যে নারী লিগের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন খেলার পর লম্বা সময়ে মেয়েরা অলসভাবে বসে থাকলেও বাফুফে নারী লিগ মাঠে নামাতে পারেনি। বড় আয় বলতে এ লিগই। অথচ বাফুফে এখানেও খামখেয়ালিপনার পরিচয় দিচ্ছে। এশিয়ান গেমসের পর লিগ শুরু করার জোর দাবি তুলবে মেয়েরা। এ দাবি-দাওয়া নিয়ে পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে কি না তাই প্রশ্ন।

সর্বশেষ খবর