মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অ্যাথলেটিক্স ফেডারেশনেও নির্বাচনের বদলে সিলেকশন!

ক্রীড়া প্রতিবেদক

হকি ও ব্যাডমিন্টনের পর অ্যাথলেটিকসের মতো গুরুত্বপূর্ণ ফেডারেশনেও একক প্যানেল জমা পড়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২৯ জুলাই এ ফেডারেশনের নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। সেদিন পবিত্র আশুরা থাকায় একদিন পিছিয়ে তা ৩০ জুলাই করা হয়। যাক, অ্যাথলেটিকসেও নির্বাচন বা ভোটের প্রয়োজন পড়ছে না। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখানে কার্যনির্বাহী কমিটির ২৮ পদের বিপরীতে ২৮টিই মনোনয়নপত্র জমা পড়েছে। অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরাই নির্বাচিত হতে চলেছেন। যাকে সিলেকশনই বলা যায়। ক্রীড়াঙ্গনে এমনিতেই যোগ্য ও পরীক্ষিত সংগঠকের অভাব। এভাবে বিনা ভোটে নির্বাচন হলে তো যোগ্যদের আর দেখাই মিলবে না। এতে ক্রীড়াঙ্গনের লাভ না ক্ষতি? তাই প্রশ্ন উঠেছে, ক্রীড়াঙ্গনে নির্বাচন কি বিলুপ্ত হতে চলেছে? জাতীয় ক্রীড়া পরিষদ এ ব্যাপারে নীরব কেন?

সর্বশেষ খবর