মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কলম্বোয় আবরারের ক্যারিশমাটিক বোলিং

ক্রীড়া ডেস্ক

কলম্বোয় আবরারের ক্যারিশমাটিক বোলিং

গলে লো স্কোরিং টেস্ট জিতেছিল পাকিস্তান। এগিয়ে গিয়েছিল দুই টেস্ট ম্যাচ সিরিজে। গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। স্বাগতিক দল হয়েও পরিচিত পরিবেশের সুবিধা নিতে পারেনি শ্রীলঙ্কা। ফাস্ট বোলার নাসিম শাহ ও লেগ স্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে প্রথম দিনেই অলআউট হয় শ্রীলঙ্কা। নাসিমের ৩ ও আবরারের ৪ উইকেটে ভর করে পাকিস্তান ১৬৬ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিক দলকে। ওপেনার আবদুল্লাহ শফিক ও শান মাসুদের জোড়া হাফসেঞ্চুরিতে ২ উইকেটে ১৪৫ রান তুলে দিন পার করেছে পাকিস্তান। আজ দ্বিতীয় দিন ২১ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে সফরকারীরা। আবদুল্লাহ শফিক ব্যাট করছেন ৭৪ রানে। শান মাসুদ আউট হয়েছেন ২১ রানে। আবরার লেগ স্পিনের জাদুতে ৪ উইকেট নেন ৬৯ রানের খরচে। গলে জয়ী ম্যাচে তিনি উভয় ইনিংসে ৩টি করে ৬টি উইকেট নিয়েছিলেন।

সর্বশেষ খবর