বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে ফারজানা-নাহিদা

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে ফারজানা-নাহিদা

ভারতের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন নিগার বাহিনী। টি-২০ সিরিজ হারলেও দারুণ লড়াই করেছেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। টানা দুই হারের পর তৃতীয়টি জিতে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেন। শেষ টি-২০ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে ড্র করেছে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয়টিতে হেরে যায়। তৃতীয় ম্যাচের ফল ছিল অবিশ্বাস্য। ফারজানা হক পিংকির সেঞ্চুরি এবং নাহিদা আক্তারের স্পিনে ম্যাচটি ‘টাই’ হয়। গোটা সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করেন ফারজানা হক। ধারাবাহিকতার ফলও পেয়েছেন তিনি। মহিলা ক্রিকেটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন ফারজানা। বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন ২০ নম্বরে। এটা এ দেশের ক্রিকেটারদের সেরা অর্জন। ফারজানার মতো একই উচ্চতায় পা রেখেছেন নাহিদাও। তিনি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সেরা বিশে জায়গা করে নিয়েছেন। তার অবস্থান ১৯। গতকাল আইসিসি যে র‌্যাঙ্কিং ঘোষণা করেছে, তাতে উন্নতি হয়েছে দুই স্পিনার সালমা খাতুন ও রাবেয়া খানেরও। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার-ব্রান্ট। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন তিনি। বোলিংয়ে শীর্ষে ইংল্যান্ডের সোফি একলেস্টোন।

ফারজান প্রথম ম্যাচে ২৭ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৭ রানের ইনিংস। তৃতীয় ও শেষ ম্যাচে ১৬০ বলে খেলেন ১০৭ রানের ইনিংস। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন। ফারজানা টি-২০ ক্রিকেটেও সেঞ্চুরি করেছেন। ধারাবাহিক পারফরম্যান্স করে ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছেন। ১১ ধাপ এগিয়ে এখন তিনি ১৯ নম্বরে। ৩০ বছর বয়সী ব্যাটারের রেটিং পয়েন্ট সর্বোচ্চ ৫৬৫। এর আগে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ওপরে ২৫ নম্বরে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এই র‌্যাঙ্কিংয়ে উঠেছিলেন রুমানা।

 

 

সর্বশেষ খবর