শিরোনাম
বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আগস্টে শুরু ইউরোপিয়ান লড়াই

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ফুটবল লিগের মৌসুম শেষ হয়েছে এক মাস আগে। বিশ্বসেরা ক্লাবগুলো নতুন করে দল গঠন করছে। পুরনোদের বিদায় করে নতুন ফুটবলার দলে ভিড়িয়ে সামনের মৌসুমের জন্য ফরমেশন ঠিক করছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানসিটি, ম্যানইউ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, পিএসজির মতো ক্লাবে অনেক পরিবর্তন হয়েছে। অনেক ক্লাবে কোচও বদলে গেছে। নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শেষপর্যায়ে নিয়ে এসেছে তারা। মাসখানেক পরই শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা। দুটি লিগই শুরু হচ্ছে আগামী ১১ আগস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর দিনেই মাঠে নামছে গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। তারা মুখোমুখি হবে বার্নলির। লা লিগায় প্রথমদিন মাঠে নামছে আলমেরিয়া-রেয়ো ভলকানো। পরেরদিনই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রথম ম্যাচ অ্যাথলেটিকের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ১৩ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গেটাফের। লিগে প্রথম এল ক্ল্যাসিকোর লড়াই (বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ) হবে ২৮-২৯ অক্টোবর। দ্বিতীয় এল ক্ল্যাসিকো হবে ২০-২১ এপ্রিল। ফ্রেঞ্চ লিগ ওয়ান শুরু হবে ১৩ আগস্ট থেকে। প্রথম দিনই মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। তাদের প্রতিপক্ষ লরিয়েন্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি দুটি শুরু হবে আরও এক সপ্তাহ পর।

জার্মান বুন্দেসলিগা শুরু হবে ১৮ আগস্ট থেকে। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রথমদিনেই মুখোমুখি হবে ওয়ের্ডার ব্রেমেনের। গত মৌসুমে শেষদিকে বেশ কঠিন লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। এবারেও ফেবারিট হিসেবেই লড়াইয়ে নামবে দলটা। ইউরোপের আরেক শীর্ষ লিগ ইতালিয়ান সিরি এ শুরু হবে আগামী ১৯ আগস্ট থেকে। দীর্ঘ ৩৩ বছর পর লিগ জেতা নেপোলি প্রথমদিনেই মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ ফ্রসিনান।

গত মৌসুমে অনেক উত্থান-পতন দেখেছেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিন পর শিরোপার খুব কাছে গিয়েও পারেনি আর্সেনাল। ম্যানসিটি শেষদিকের দৃঢ়তায় শিরোপা জিতে নিয়েছে। ইতালিতে দীর্ঘদিন পর জুভেন্টাস ও মিলানের দুই ক্লাবের বাইরে ভিন্ন কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে (নেপোলি)। নতুন মৌসুমেও কি নতুন কিছুর দেখা মিলবে! নাকি পুরনো রূপেই ফিরবে ইউরোপিয়ান ফুটবল! এবার অবশ্য ইউরোপের বাইরেও ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদো চলে গেছেন সৌদি আরবে। লিওনেল মেসি গেছেন যুক্তরাষ্ট্রে। সৌদি লিগ ও মেজর লিগ সকারের দিকেও এবার ফুটবলপ্রেমীরা নজর রাখবেন।

সর্বশেষ খবর