শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

লঙ্কান লিগে খেলার অনুমতি পাচ্ছেন না তাসকিন

তাসকিন এর আগে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের পক্ষে খেলার প্রস্তাব পেয়েছিলেন। জাতীয় দলের ব্যস্ততায় খেলার সুযোগ পাননি। এ ছাড়াও ডানহাতি ফাস্ট বোলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কান লিগে খেলার অনুমতি পাচ্ছেন না তাসকিন

জি আফ্রো টি-টেন লিগে দারুণ বোলিং করছেন তাসকিন আহমেদ। পরশু রাতে মুশফিকুর রহিমের জোহানেজ বাফেলোজের বিপক্ষে দারুণ বোলিং করেন ডানহাতি ফাস্ট বোলার। যদিও তার দল বুলাওয়ে ব্রেভস হেরেছে ১৪ রানে। তারপরও টাইগার পেসারের বোলিং নজর কেড়েছে আলাদাভাবে। উইকেট না পেলেও রান দিয়েছেন ২ ওভারে মাত্র ৭। শুধু জি আফ্রো টি-টেন নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দময় বোলিং করছেন তাসকিন। লঙ্কা প্রিমিয়ার ক্রিকেট লিগে (এলপিএল) খেলার জন্য তাসকিনকে প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা। তার সঙ্গে প্রস্তাব পেয়েছেন আরেক টাইগার তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। শোনা যাচ্ছে, এলপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দেবে না তাসকিনকে। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘খুব সম্ভবত তাসকিনকে খেলার জন্য অনুমতি দেবে না বিসিবি। তবে তৌহিদ হৃদয় খেলতে যাবে। শরিফুল আবেদন করেছে।’ জাফনা কিংসের পক্ষে খেলার জন্য তৌহিদ হৃদয়কে ৩ ম্যাচের জন্য অনুমতি দেবে ক্রিকেট বোর্ড। গল টাইটান্সের হয়ে এলপিএল খেলবেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-২০ লিগ খেলে টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব চলে যাবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার মোহাম্মদ মিথুনও খেলবেন এলপিএল। ফাস্ট বোলার তাসকিনকে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে, ফিটনেস। এশিয়া কাপ ও বিশ্বকাপে শতভাগ ফিট তাসকিনকে চাইছে ক্রিকেট বোর্ড। এলপিএল ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। সে সময় বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেট নেই। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কন্ডিশনিং ক্যাম্প চলবে বাংলাদেশ ক্রিকেট দলের। যা শুরু হবে ৩১ জুলাই। তাসকিন এর আগে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের পক্ষে খেলার প্রস্তাব পেয়েছিলেন। জাতীয় দলের ব্যস্ততায় খেলার সুযোগ পাননি। এ ছাড়াও ডানহাতি ফাস্ট বোলার প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার। পিএসএলে মুলতান সুলতান্স ও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে খেলার অনুমিত পাননি।

সর্বশেষ খবর