বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শফিকের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

শফিকের ডাবল সেঞ্চুরি

গল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন সওদ শাকিল। টানা ছয় টেস্টে ৫০ রানের ইনিংস খেলার বিরল রেকর্ড গড়েছিলেন। গতকাল কলম্বোয় ৫৭ রানে ইনিংস খেলে রেকর্ডটি আরও সমৃদ্ধ করেন শাকিল। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি টানা সাত টেস্টে ৫০-এর ইনিংস খেলেছেন। এ রেকর্ড স্যার ডন ব্রাডম্যান, বার্ট সাটক্লিপদের নেই। শাকিলের রেকর্ড গড়া টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার আবদুল্লাহ শফিক। সেঞ্চুরি করেছেন আগা সালমানও। একটি ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে পাকিস্তান ৫ উইকেটে ৫৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। এগিয়ে রয়েছে ৩৯৭ রানের পাহারসম ব্যবধানে। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ১৬৬ রানে।

গল টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ এটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ম্যাচ এ সিরিজ। দ্বিতীয় দিন ২ উইকেটে ১৭৮ রান তুলে দিন পার করেছিল পাকিস্তান। আসাদ ব্যাটিং করছিলেন ৮৭ রানে। গতকাল সাজঘরে ফেরেন ২০১ রানে। প্রভাত জয়সুরিয়ার বলে আউট হওয়ার আগে ৩২৬ বলের ইনিংসে খেলেন ১৯ চার ও ৪টি ছক্কা। ১৪ টেস্ট ক্যারিয়ারে এটা তার ৪ নম্বর সেঞ্চুরি। আগা সালমান অপরাজিত রয়েছেন ১৩২ রানে। ১৪৮ বলের ইনিংসে ৪ মেরেছেন ১৫টি ও ছক্কা ১টি। এ ছাড়া পাকিস্তান ইনিংসে রয়েছে শান মাসুদের ৫১ ও সওদ শাকিলের ৫৭ রান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর