বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মেসির জোড়া গোল

ক্রীড়া ডেস্ক

মেসির জোড়া গোল

লিওনেল মেসি খেলছেন। খেলাচ্ছেন ইন্টার মায়ামিকে এবং গোলও করছেন। পরশু রাতে একাই মাত করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি। ম্যাচে জোড়া গোল করেছেন এবং একটি গোল করিয়েছেনও। তার নজরকাড়া পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৪-০ গোলে হারিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। সাতবারের বিশ্বসেরা ফুটবলার এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন মেসির নতুন ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। সেখানে আর্জেন্টাইন অধিনায়ক খেলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের দল ইন্টার মায়ামির পক্ষে। পাঁচ দিন আগে মায়ামির পক্ষে অভিষেক হয় মেসি। ওই ম্যাচে খেলতে নেমেছিলেন বদলি ফুটবলার হয়ে। অসাধারণ এক গোল করেছিলেন ফ্রি কিকে। ওই গোলে তিনি বুঝিয়ে দেন, তাকে দলভুক্ত করে ভুল করেনি মায়ামি। এখন মেসি দলটির অধিনায়ক। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে বাজিমাত করেছেন বিশ্বসেরা ফুটবলার। লিগস কাপে পরশু রাতে জোড়া গোল করেন তিনি। দলের বাকি দুটি গোল করেন রবার্ট টেইলর। লিগস কাপে অংশ নেয় মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর ঘরোয়া প্রতিযোগিতার সব দল। আগের ম্যাচে মায়ামি হারিয়েছিল মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে। পরশু রাতে আটলান্টাকে হারিয়ে সাউথ ৩ গ্রুপে সবার ওপরে থেকে জায়গা করে নিয়েছে রাউন্ড অফ ৩২-এ।

বার্সেলোনার ঘরের ছেলে ছিলেন মেসি। ক্যারিয়ার শুরু করেন কাতালান ক্লাবটির হয়ে। এরপর দল পাল্টে তিনি নাম লেখান ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। ফরাসি ক্লাবে দুই বছর খেলে নতুন ঠিকানায় নাম লেখেন মেসি। তাকে ফিরিয়ে নিতে চেয়েছিল বার্সেলোনা। বিশাল অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন মেসি নাম লেখান ইন্টার মায়ামিতে। তাকে নেওয়ার পর মার্কিন ক্লাবটিতে জোয়ার এসেছে। তার খেলা দেখতে মাঠে উপচে পড়ছে দর্শক। পরশু আটলান্টার বিপক্ষে নিজেকে মেলে ধরতে খুব বেশি সময় নেননি তিনি। ৮ মিনিটে গোল প্রায় পেয়ে গিয়েছিলেন। বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুসকেতসের বাড়ানো দারুণ একটি পাস ধরে আটলান্টার গোলরক্ষকে বিভ্রান্ত করে শট নেন। কিন্তু বল গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে ব্যবধান ১-০ করেন। ২২ মিনিটে বক্সের ভিতরে টেইলরের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ব্যবধান ২-০ করেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি। গোল করে তিনি ক্লাবের অন্যতম পরিচালক বেকহামকে কিছু একটা ইঙ্গিত দেন।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর